এবার থেকে ভারতীয় প্রযুক্তিতে এখানেই তৈরি হবে অ্যালয় স্টিল ওয়ার্ক রোল। এটি আগে সম্পূর্ণভাবে চিন থেকে আমদানি করা হত। এর ফলে মোটা টাকা সাশ্রয়ের পাশাপাশি চিনের বদলে ভারত নিজেই এই বানিজ্যের সুবিধাভোগীও হবে।
আরও পড়ুনঃ দূর হবে পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ! ‘এই’ পোর্টালে নাম তুললে সহজেই মিলবে সাহায্য! জানুন পদ্ধতি
advertisement
আত্মনির্ভর ভারত- এই চিন্তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ তথা ভারতের স্বনির্ভরতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই বিশেষ অ্যালয় স্টিল ওয়ার্ক রোলের মাধ্যমে লোহার বার চেপে বড় আকারের স্টিল শিট তৈরি করা হয়; যা রকেটের খোল, রকেট লঞ্চার এবং জাহাজ নির্মাণসহ নানা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। আগে ভারতীয় সেনাবাহিনী থেকে সরকারি-বেসরকারি ইস্পাত কারখানাগুলি চিন থেকে এই রোল কিনত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার পি. কে. পট্টনায়ক জানিয়েছেন, আত্মনির্ভর ভারত উদ্যোগে এটি ছিল আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। শুধু দেশীয় চাহিদা নয়, এখন বিশ্ববাজারেও এই পণ্যের বরাত পাওয়ার আশা করছি। এই উদ্যোগে যেমন অর্থনৈতিক সাশ্রয় হবে, তেমনই বাড়বে কর্মসংস্থানের সুযোগও। এটি আত্মনির্ভর ভারত ও ‘মেক ইন ইন্ডিয়া’র আরেকটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।