আই সি তখন খুদে পড়ুয়াদের কাছে পুলিসকাকু। তাদের আবদার, আবার আসবেন কাকু, আপনার কাছে পড়ব। থানার আই সির এই ভূমিকায় খুশি স্কুলের শিক্ষক- শিক্ষিকারাও। আর আই সি বলেন, ‘‘ ডিউটি তো আছেই। কিন্তু পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় এক আলাদা আনন্দ দেয়। ওদের কাছ থেকেও জানা যায় অনেক কিছু।’’
আরও পড়ুন: মার্চ মাসেই মালামাল তিন রাশি! হবে ধনপ্রাপ্তি, চাকরিতেও বড় সুযোগ
advertisement
বারুইপুরের প্রত্যন্ত গ্রাম বেলেগাছি। সেখানেই এক সমস্যা নিয়ে আই সিকে ছুটতে হয়েছিল। কাজ মিটিয়ে ফেরার পথেই তিনি গিয়েছিলেন রামধাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। প্রথম থেকে চতুর্থ শ্রেণি- সব ক্লাসেই পড়ুয়াদের কাছে যান তিনি। পড়ুয়ারা কেমন আছেন জানতে চান।
তাদের কাছ থেকে বই নিয়ে বুঝিয়েও দেন পাঠ্য। আবার দেন পরামর্শও। বললেন, পাড়ায় কোনও অচেনা লোক কিছু খেতে দিলে খাবে না। পাড়ায় অচেনা লোক দেখলেই বাড়িতে জানাবে। রোজ স্কুলে আসবে। বাবা-মা, শিক্ষকদের প্রণাম করবে। পুলিশকাকুর সঙ্গে বেশ কিছুক্ষণ খোস মে়জাজেই কাটল শিশুদের।
সুমন সাহা