মঙ্গলবার সকালে তুহিনা বিবি বাপের বাড়ি থেকে বেরিয়ে বাদুড়িয়ার রুদ্রপুর এসেছিলেন আঁধার কার্ড করানোর জন্য৷ ফেরার সময় তাকে অটো থেকে নামিয়ে খুনের চেষ্টা করে স্বামী৷ চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে এসে স্বামী মুক্তার হোসেন মন্ডলকে ধরে ফেলে৷ স্ত্রী তুহিনা বিবিকে ক্ষতবিক্ষত অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তিকরা হয়৷
১৭ বছর আগে স্বরূপনগর থানার গয়রা গ্রামের মোক্তার হোসেন মন্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল তুহিনা বিবির। বনিবনা না হওয়ায় তুহিনা বিবি চলে আসেন বাদুড়িয়া থানার আটঘরা গ্রামে বাপের বাড়িতে৷৷ স্বামী মুক্তার হোসেন মন্ডল বেশ কিছুদিন আগে আবার বিয়ে করে৷ তুহিনা বিবির বাবার বক্তব্য, তার মেয়েকে বারবার ফোন করে জ্বালাতন করে বাড়িতে ফিরে যাওয়ার চাপ দিতে থাকে জামাই৷ কিন্তু মেয়ে ফিরে যেতে চায়নি৷ সে কারণেই তার মেয়েকে কুপিয়ে খুন করার চেষ্টা বলে অভিযোগ বৃদ্ধের৷
advertisement
মুক্তার হোসেনকে গ্রেফতার করেছে বাদুড়িয়া থানার পুলিশ।