TRENDING:

স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক, স্ত্রীর প্রেমিককে গলা টিপে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল স্বামী!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হালিশহর: হালিশহর ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন ভাগাড়ে জলের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে রহস্যের কিনারা করল বীজপুর থানার পুলিশ। মৃত যুবকের নাম মিলন খাঁ(২০) ৷ বাবা মলয় খাঁ কাঞ্চননগর ধানতলা বর্ধমান সদরের বাসিন্দা।
advertisement

দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রেম চলছিল হালিশহর লক্ষ্ণী নারায়ণ পল্লীর বাসিন্দা সোনালী হালদারের (২১) সঙ্গে ৷ কিছুদিন আগে সোনালীর স্বামী সৌমিত্র হালদার স্ত্রীর এই সম্পর্কের কথা জেনে যাওয়ায় সংসারে অশান্তি শুরু হয় ৷ দীর্ঘদিন ধরে ফোনে মিলন খাঁকে বোঝাতে থাকে সোনালীর স্বামী সৌমিত্র হালদার।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

গত ২৬ তারিখ মিলন বর্ধমান থেকে চলে আসে হালিশহরে ৷ বারবার বলা সত্ত্বেও মিলন হালিশহর থেকে যেতে না চাইলে রাত সাড়ে ৮টা নাগাদ মিলনকে গলা টিপে খুন করে সৌমিত্র ৷ এরপরেই ফেলে দেয় ভাগাড়ের ওই সেপটিক ট্যাঙ্কে। বীজপুর থানার পুলিশ তদন্তে নামে ৷ অবশেষে গ্রেপ্তার হয় ওই দম্পতি। আজ তাদের ব্যারাকপুর মহাকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক, স্ত্রীর প্রেমিককে গলা টিপে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল স্বামী!