TRENDING:

মদ খাওয়ার নাম করে ডেকে পাঠিয়ে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করালো স্ত্রী !

Last Updated:

বিবাহবহির্ভুত সম্পর্কের জেরেই খুন হতে হল স্বামীকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সদাইপুর: বিবাহবহির্ভুত সম্পর্কের জেরেই খুন হতে হল স্বামীকে। গ্রামেরই ছেলে বচ্চন ঘোষের সঙ্গে প্রেম ছিল নিহতের স্ত্রী শ্যামলীর। কয়েকদিনের মধ্যেই পালানোর কথা ছিল তাদের। কিন্তু পালানোর আগে তাদের মাথায় অন্য প্ল্যান আসে। শ্যামলীর কথাতেই গতকাল রাতে মদ খেতে যায় তার স্বামী। সেখানে মদ খাওয়ানোর পর খুন করা হয় নিহতকে।
advertisement

কিন্তু শেষ রক্ষা হল না। পালানোর আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় শ্যামলী ও বচ্চন। জেরায় নিহতের স্ত্রী স্বীকার করে নেয় খুনের কথা। ঘটনাটি ঘটেছে সদাইপুর এলাকায়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মদ খাওয়ার নাম করে ডেকে পাঠিয়ে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করালো স্ত্রী !