চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেগঙ্গার ক্ষুদ্র মন্ডলগাথী এলাকায়। পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম স্বামী আজিজুল মন্ডল, শ্বশুর কাশেম মন্ডল,শাশুড়ি শাকিনা বিবি। বিহারের বাসিন্দা বছর কুড়ির শাইমা বিবির অভিযোগ ছয় মাস আগে তার দেখাশুনো করে বিয়ে হয়।
আরও পড়ুন - নতুন কীটনাশকের কামাল, দ্বিগুণ সময় কার্যকরী, দাম কমিয়ে কৃষকদের দিন আর্জি মন্ত্রীর
advertisement
বিয়ের পর পাঁচমাসের অন্তস্বত্তাঃ হয়ে পড়লে তার বমি শুরু হয়, শাশুড়ি বমি কমানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে গৃহবধূকে বারাসতের কোনও এক গোপন চিকিৎসালয়ে নিয়ে গিয়ে জোর করে গর্ভপাত করিয়ে বাচ্চা নষ্ট করে দেয়৷
আরও পড়ুন - ডিভোর্সও নাকি গিমিক! বিয়ে ভাঙার গুজবের মধ্যে একসঙ্গে নতুন শো করবেন সানিয়া-শোয়েব!
গৃহবধূ প্রতিবাদ করলে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অভিযুক্তরা,বাইরের লোককে বললে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। গতকাল বাপের বাড়ি থেকে ফিরে দেগঙ্গা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান গৃহবধূ। অভিযোগ পেয়ে পুলিশ তাদেরকে গ্ৰেফতার করে।অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন গৃহবধূ ও প্রতিবেশীরা।পুলিশ চিকিৎসা কেন্দ্রের খোঁজে তদন্ত শুরু করেছে।
Jiaul Alam