TRENDING:

Crime: ‘আমার চোখের সামনেই...’ মাকে মারধর করে খুন করেছে বাবা! বিস্ফোরক দাবি ছেলের, পলাতক অভিযুক্ত স্বামী

Last Updated:

Crime: স্ত্রীকে মারধরের পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধের পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: গৃহবধূকে মারধোর করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে মারধরের পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত সন্ধ্যা মণ্ডলের ছেলে বিশ্বজিৎ মণ্ডলের দাবি তার চোখের সামনেই সব ঘটনা ঘটেছে।

আমার চোখের সামনেই...’ মাকে মারধর করে খুন করেছে বাবা! বিস্ফোরক দাবি ছেলের, পলাতক অভিযুক্ত স্বামী
আমার চোখের সামনেই...’ মাকে মারধর করে খুন করেছে বাবা! বিস্ফোরক দাবি ছেলের, পলাতক অভিযুক্ত স্বামী
advertisement

মৃত সন্ধ্যা মণ্ডলের স্বামী ভোলা মণ্ডল পলাতক। হাসনাবাদ থানার রাঘবপুর গ্রামের ঘটনায় শোরগোল এলাকায়।

মৃত সন্ধ্যা মণ্ডলের বাবা এবং মৃতার ছেলের অভিযোগ দীর্ঘদিন ধরে স্বামী ভোলা মন্ডলের সঙ্গে পারিবারিক অশান্তি চলেছে মৃতা সন্ধ‍্যার। গতকাল রাত্রে সেই ঝামেলা চরমে পৌঁছায়।

এরপর স্ত্রীকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় স্বামী ভোলা। এমনই দাবি সন্ধ্যা মণ্ডলের পরিবারের। এমনকি সন্ধ্যা মণ্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল একই অভিযোগ করে।

advertisement

আরও পড়ুন: বাংলার সবথেকে শিক্ষিত জেলা কোনটি বলুন তো? ভাবছেন কলকাতা? বড় ভুল, নাম শুনলে চমকে যাবেন

সূত্রের খবর অনুযায়ী, মৃতার দেহ টাকি হাসপাতালে নিয়ে আসে হাসনাবাদ থানার পুলিশ। টাকি হাসপাতাল থেকে দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট হাসপাতালে পাঠানো হবে বলেই জানা গিয়েছে। মৃত সন্ধ্যা মণ্ডলের বাবা হাসনাবাদ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

advertisement

আরও পড়ুন: বৃহস্পতির রাশিতে সূর্য, বুধ, শনির ত্রিগ্রহী যোগ! শক্তিশালী গ্রহদের মহামিলনে কপাল খুলে যাবে ৩ রাশির, ধনসম্পদের বন‍্যা

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

ইতিমধ‍্যেই এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। তদন্ত নেমে সন্ধ্যা মণ্ডলের শ্বশুরবাড়ির দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত মৃতার স্বামী ভোলা মণ্ডল পলাতক। তার খোঁজে তল্লাশি করছে হাসনাবাদ থানার পুলিশ ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime: ‘আমার চোখের সামনেই...’ মাকে মারধর করে খুন করেছে বাবা! বিস্ফোরক দাবি ছেলের, পলাতক অভিযুক্ত স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল