২০১১ সালে শিমুরালির প্রবীণ পালের সঙ্গে প্রেমের বিয়ে হয় শান্তিপুরের ঝুনু দাসের। একটি ছয় বছরের একটি কন্যা এবং আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে তাদের। মৃতের স্বামী প্রবীণ পালের অভিযোগ, শিমুরালিতে প্রতিবেশী শানু দাস নামে এক যুবক প্রায় বছর খানেক আগে বাড়িতে আসা যাওয়া শুরু করেন। পেশায় মৃৎশিল্পী প্রবীণ পাল কর্মসূত্রে বছরের অধিকাংশ সময় রায়পুরে থাকেন৷ সেই সুযোগে প্রতিবেশী শানু দাস দিনের অধিকাংশ সময় তার বাড়িতে সময় কাটাতেন।
advertisement
প্রবীণ জানান, গত ১২ জুন বুধবার দুপুরে তার স্ত্রীকে প্রথমে মারধর এবং পরে মুখে বিষ ঢেলে মুখ চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করে শানু। এরপর গত ১৭ জুন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় ওই গৃহবধূর। গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে চাকদা থানায়।
যদিও ওই গৃহবধূকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ অস্বীকার করেছেন শানু দাসের মা ময়না দাস। তিনি বলেন, ছেলেকে ফাঁসানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শানু দাস পলাতক।