কলকাতা: নিশা চট্টোপাধ্যায়কে সরানোর ২৪ ঘণ্টা পেরনোর আগেই বালিগঞ্জ আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টি। ওই আসনে লড়বেন প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান, সম্পর্কে হুমায়ুনের মামা তিনি।
advertisement
প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই আবুল হাসান বলেন, “আমি রাজনীতি করার লোক নই। দীর্ঘদিন ধরে পুলিশে চাকরি করেছি। হুমায়ুন বলছে দাঁড়াতেই হবে।” এদিন বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে, বালিগঞ্জের নয়া প্রার্থীর সাথে বৈঠক করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান।
প্রসঙ্গত গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় আত্মপ্রকাশ ঘটে হুমায়ুনের দল জনতা উন্নয়ন পার্টির। সেই দিন আগামী বিধানসভা ভোটের সম্ভাব্য ১০ প্রার্থীর নামও ঘোষণা করেন হুমায়ুন। এর মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম ছিল নিশা চট্টোপাধ্যায়ের। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই ওই মহিলাকে প্রার্থী করা হবে না বলে জানান জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন।
আরও পড়ুন: এবার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সর্বকালের রেকর্ড ভাঙলেন বৈভব! ইতিহাস ১৪ বছরের তারকার
সেই সঙ্গে তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় ওঁর অঙ্গভঙ্গি ভাল নয়। বিধানসভার মতো পবিত্র জায়গায় এঁরা অযোগ্য। সাত দিনের মধ্যে বালিগঞ্জে কোনও মুসলিম প্রার্থীর নাম জানিয়ে দেব“। সাত দিনও গেল না, বুধবারই হুমায়ন জানিয়ে দিলেন বালিগঞ্জের সম্ভাব্য প্রার্থীর নাম।
