TRENDING:

Memari Couple Murder: ছেলের হাতে ছুরি, দেখেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মা! মেমারি কাণ্ডে খুনে ছেলের চাঞ্চল্যকর দাবি

Last Updated:

মেমারি থানার পুলিশের জেরায় ধৃত হুমায়ুন জানিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ বাবা-মায়ের ঘরে ঢোকে সে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: মেমারিতে জোড়া হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ জেরায় ধৃত হুমায়ুন স্বীকার করল প্রথমে মাকে খুন করার পরই বাবাকে খুন করেছিল সে৷ এমন কি, তার হাতে ছুরি দেখে মা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, সেকথাও স্বীকার করেছে হুমায়ুন৷ যদিও হুমায়ুনের দাবি, শুধু বাবাকেই খুনের পরিকল্পনা ছিল তার৷ কিন্তু বাবাকে খুনের আগে মা তাকে দেখে ফেলার কারণেই প্রথমে মাকে খুন করে সে৷
মেমারিতে বাবা-মাকে হত্যার অভিযোগে ধৃত হুমায়ুন কবীর৷
মেমারিতে বাবা-মাকে হত্যার অভিযোগে ধৃত হুমায়ুন কবীর৷
advertisement

গত বুধবার পূর্ব বর্ধমানের মেমারিতে বাড়ির সামনে থেকে এই দম্পতির গলার নলি কাটা দেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় বনগাঁ থেকে গ্রেফতার করা হয় ওই দম্পতির ছেলে হুমায়ুনকে৷ বাবা-মাকে খুন করার পর উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় এসে বেশ কয়েকজনের উপরে ছুরি দিয়ে হামলা চালায় সে৷ বনগাঁ থেকেই গ্রেফতার করা হয় হুমায়ুনকে৷

advertisement

আরও পড়ুন: হাতে বৌদির কাটা মুণ্ডু, রাস্তা দিয়ে হাঁটছে দেওর! আম পাড়ার ভয়ানক পরিণতি, শিউরে উঠল বাসন্তী

মেমারি থানার পুলিশের জেরায় ধৃত হুমায়ুন জানিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ বাবা-মায়ের ঘরে ঢোকে সে৷ বাবাকে মারারই পরিকল্পনা করেছিল হুমায়ুন৷ কিন্তু তার ঘরে ঢোকার শব্দে মা জেগে যান মা মমতাজ পরভিন৷ ছেলের হাতে ছুরি দেখে স্তম্ভিত হয়ে যান তিনি৷ তখনই গলার নলি কেটে মাকে প্রথমে খুন করে বছর ৩৫-এর হুমায়ুন৷ এর পরই বাবা মুস্তাফিজুরকে খুন করে সে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হুমায়ুন জেরায় স্বীকার করেছে, বাবা মাকে খুনের পর সে নিজেই দুটি দেহ টানতে টানতে বাড়ির সামনে রাস্তায় গিয়ে গিয়ে ফেলেছিল৷ বাবা-মায়ের বুকের উপরে তাঁদের মোবাইল ফোনও রেখে দেয় সে৷ কিন্তু কেন মৃতদেহ দুটি রাস্তায় টেনে আনল সে? তদন্তকারীদের অনুমান, বাবা মায়ের দেহ সম্ভবত পাশের পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল হুমায়ুনের৷ এ বিষয়ে হুমায়ুনকে আরও জেরা করছে মেমারি থানার পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Memari Couple Murder: ছেলের হাতে ছুরি, দেখেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মা! মেমারি কাণ্ডে খুনে ছেলের চাঞ্চল্যকর দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল