মুর্শিদাবাদ জেলার প্রাচীন এক লোক সংস্কৃতি সং সাজা। সং সাজা বলতে কৌতুক অভিনেতাদের মত পোশাক পড়া বোঝায়। আর সেই সং সেজে সাধারণ মানুষকে মনোরঞ্জন দেন শিল্পীরা। এই সং সাজা শিল্পকে টিকিয়ে রেখেছেন কিছু খুদে শিল্পীরা। বর্তমানে এই শিল্প প্রায় লুপ্ত হয়ে গেলেও বর্তমানে কয়েকজন মিলে টিকিয়ে রেখেছেন এই প্রাচীন শিল্পদা ডাকে। বহরমপুরের হরিদাস মাটি এলাকায় সং সাজা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষজন।
advertisement
আরও পড়ুন: চা পাতার উৎপাদন খরচ কমিয়ে দিয়েছে টি-বোর্ড! মাথায় হাত ক্ষুদ্র চা চাষিদের
মানব ঝুলনে যেমন ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ঠিক তেমনই ছিল কাঞ্চনজঙ্খা ট্রেনের দুর্ঘটনা। সভ্যতার বিবর্তনের সঙ্গে বদলেছে মানুষের বিনোদনের ধারণ৷ লোকজ উপাদানের গর্ভে জন্ম নেওয়া বাংলার লোকসংস্কৃতিতে এখন লেগেছে আধুনিকতার হাওয়া৷ বিনোদনের নানাবিধ পসরার দৌরাত্ম্যে বাংলার চিরন্তন এই সংস্কৃতি কি হারিয়ে যাচ্ছে? আজকে দেখুন সেই সং সেজে সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার কিছু ভিডিও।
কৌশিক অধিকারী