জলরাশির বুকে নৌকা ভাসিয়ে তারা শুধু পর্যটকদের আনন্দের সঙ্গী হন না, নতুন বছরের শুরুতে নিজেরাও ফিরে পান দীর্ঘ পরিশ্রমের স্বীকৃতি। হাসি, ব্যস্ততা আর আশার মেলবন্ধনে এই সময়টা মাঝিদের জীবনে নিয়ে আসে সুখ আর সন্তুষ্টির নতুন অনুভূতি।
advertisement
নৌকা চড়ছেন পর্যটকেরা
পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বরন্তি, তিলকুপি, ফুটিয়ারি-সহ বিভিন্ন স্থানে বর্তমানে পর্যটকদের ভিড়ে মুখর পরিবেশ। পর্যটন কেন্দ্রে পর্যটকদের মূল আকর্ষণ নৌকা ভ্রমণ। নৌকাচালক কৃষ্ণপদ মাহাতো ও দিনু মাহাতো জানান, বছরের এই সময়টা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়েই সবচেয়ে বেশি উপার্জনের সুযোগ আসে। সারা বছর ধরেই তারা পর্যটকদের নৌকা ভ্রমণের মাধ্যমে আনন্দ দিয়ে থাকেন, তবে নতুন বছর ও পর্যটন মরশুমে তাদের ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেন। আর তাতেই তাদের রোজগারের পথ আরও প্রশস্ত হয়। নতুন বছরের শুরুতে পর্যটকদের হাসি আর আনন্দের সঙ্গী হয়ে মাঝিরাও ফিরে পান নিজেদের পরিশ্রমের ফল, যা তাদের জীবনে এনে দেয় নতুন আশা ও এগিয়ে চলার প্রেরণা।





