স্থানীয় বাসিন্দা সঞ্জয় কুমার জানান, পোড়াডি গ্রামের বেশ কয়েকজন জঙ্গলের রাস্তা দিয়ে পার হওয়ার সময় তারা ওই নর-কঙ্কালটি দেখতে পায়। নর-কঙ্কাল দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের জঙ্গলে এমন ঘটনায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য।
মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন কৌতূহলী বাসিন্দারা। খবর দেওয়া হয় স্থানীয় সাঁওতালডি থানায়। খবর পেয়ে সাঁওতালডি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কঙ্কালটি জঙ্গল থেকে উদ্ধার করে। পরে সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠান হয় পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জঙ্গলের আশপাশে তল্লাশিও চালান হয়।
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটিকে ঘিরে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কঙ্কালটির পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ ও সময় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।
আরও পড়ুন- বাংলার বুকে ‘বাঙালি’ বলে কারখানা থেকে তাড়ানো হল শ্রমিকদের
অন্যদিকে, পুরো ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে সাঁওতালডি থানার পুলিশ। এদিকে, কে বা কারা মৃতদেহটি জঙ্গলে ফেলে দিয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। পুরো ঘটনার তদন্তে জোরকদমে নেমেছে সাঁওতালডি থানার পুলিশ।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাঁওতালডি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুদীপ চক্রবর্তী।