শিকার হজম করতে তাদের কয়েকদিন সময় লাগে। এরা মৃত প্রাণী খায় না। এদিন রাতে হঠাৎ খাতড়া থেকে আড়কামা যাতায়াতের রাস্তায় মুড়াগ্রাম ঢোকার মুখে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেটি প্রায় ৩০ ফুট উঁচু একটি গাছে উঠে যায়। ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আশপাশের গ্রাম থেকেও ভিড় জমে যায় সাপটিকে এক নজর দেখার জন্য। সাপটি উদ্ধারের জন্য খবর পেয়ে খাতড়া বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে সাপটি গাছে উঠে থাকার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয় তাঁদের। চারপাশে ভিড় ও কোলাহলের মধ্যেই শেষ পর্যন্ত গাছ কেটে সাপটিকে নামিয়ে আনেন স্থানীয় বাসিন্দা সহ বনকর্মীরা। পরে সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
advertisement
আরও পড়ুন- মাছের ফাঁদে আটকে গেল ৬ ফুট লম্বা কেউটে! তারপর যা হল, দেখলে বিশ্বাস হবে না
স্থানীয়দের অনুমান, সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি। এলাকাবাসী জানিয়েছেন, ছোটখাট সাপ মাঝে মধ্যে দেখা গেলেও এত বড় সাপ এর আগে তাঁরা দেখেননি। বন দফতরের সূত্রে জানা গেছে, বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর অজগরটিকে রাতেই গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।