দিন গড়িয়ে সন্ধে নামে। রাতও হয় নিজের নিয়মেই। গঙ্গাসাগরে ভিড় আরও বাড়ে। চারদিকে ছড়িয়ে, ছিটিয়ে নাগা সন্ন্যাসী। কপিলমুনির আশ্রমে ভিড়টা ক্রমশ বাড়ছে। দায়িত্বে থাকা আধিকারিকদের দম ফেলার সময় নেই। নিরাপত্তাকর্মীরাও সজাগ, সতর্ক। একের পর এক ভেসেল ভিড়ছে আর ভিড়ের তোড় বাড়ছে। কাউকেই আলাদা করে চেনার উপায় নেই। পুণ্যার্থী - এ ছাড়া আর কোনও পরিচয় জানে না গঙ্গাসাগর।
advertisement
সময় বদলায়। মেলার খোলনোলচেও পাল্টে যায়। পুণ্যার্থীদের জন্য এখন অনেক সুযোগ - সুবিধা।
মকর সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গাসাগর মেলার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন বহু মানুষ। বাঙালির প্রবাদ বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। উত্তরপ্রদেশের এক অখ্যাত কবিও গঙ্গাসাগরের অভিজ্ঞতা সম্বল করেই কাটিয়ে দেন বাকি জীবনটা। সাগর বোধহয় এমনই। একবার এলেই জমা হয়ে যায় সারাজীবনের স্মৃতি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2020 8:03 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই বাড়ছে পুণ্যার্থীদের ভিড়, জমজমাট গঙ্গাসাগর মেলা