শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ নয় সকল ধর্মের সকল মানুষ মেতে ওঠেন বড়দিনের এই উৎসবে। সেই উৎসবকে কেন্দ্র করে রুজি রুটির নতুন আস্তানা খোঁজেন ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ শরীরের গাঁটে গাঁটে ব্যথা! হাত-পায়ের যন্ত্রণায় কাবু? রোজের ৫ খাবারেই কেল্লাফতে
বড়দিনের আগে জমজমাটি বড়দিনের বাজায় শুরু হয়ে গেছে ব্যান্ডেলে। দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি-রোসারি ব্যান্ডেল যা স্থানীয় নামে ব্যান্ডেল চার্চ হিসাবে পরিচিত তার বাইরেই বসেছে বড়দিনের বড় বাজার। যেখানে বিক্রি হচ্ছে সান্টাক্লজ থেকে শুরু করে ক্রিসমাস ট্রি, মাদার মেরির মূর্তি, ক্রিসমাস বেল, রঙিন আলো আরো কতকি।
advertisement
এই বিষয়ে একজন ব্যবসায়ী তিনি বলেন, এখন থেকেই দোকান সাজিয়ে তারা বসে পড়েছেন বিক্রির জন্য। এ বছরের সবথেকে বেশি আকর্ষণ স্যান্টাক্লজের পোশাক ও তার টুপি। প্রতি বছরই শীতের সময় বড়দিনের আগে ব্যান্ডেল চার্চের বাইরে বসে এই বাজার। এখনও বড়দিনের জন্য সপ্তাহখানেক বাকি থাকলেও কেক পেস্ট্রির পাশাপাশি ঘর সাজানোর জিনিসপত্র কিনতেও ভিড় জমাবেন মানুষ এমনটাই আশা রাখছেন বিক্রেতারা।
রাহী হালদার