এর জেরে দুই থানায় মোট ২৫টি এফআইআর করে পুলিশ। নিষিদ্ধ বাজি রুখতে তৎপর হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। ঠিক কালীপুজোর আগেই বজবজ থানার অন্তর্গত নন্দরামপুর বাজি বাজারে নিষিদ্ধ বাজি রুখতে চলছে পুলিশের কড় মাইকিং।
আরও পড়ুন: পা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, হাসপাতালে সাহায্য চাইলেন কিশোরী! ফের নির্যাতনের অভিযোগ
advertisement
পুলিশের পক্ষ থেকে ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে যাতে সকলে পরিবেশবান্ধব বাজি ব্যবহার করেন। সেই সঙ্গে সরকারের অনুমতি এবং বৈধ ছাড়পত্র ছাড়া কেউ কোনও রকম বাজি প্রস্তুত মজুদ ও বিক্রয় যাতে না করা হয় তাই নিয়েও কড়া নজর রাখা হচ্ছে। তবে পুলিশের নজর এড়িয়ে কোথাও কোথাও দেদার বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাজি। সেই নিয়ে গজিয়ে উঠেছে দালাল চক্রও।
আরও পড়ুন: ফের ভয়ঙ্কর হয়ে উঠল বাংলাদেশ! ট্রলারে উঠে টানতে টানতে নিয়ে গেল ১৪ জন ভারতীয়কে, কেন জানেন?
বেআইনি ভাবে নিয়ে যারা নিষিদ্ধ বাজি প্রস্তুত, মজুদ এবং ব্যবসা করছেন তাদের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন। এই তৎপরতার ফলে যাতে পরিবেশবান্ধব বাজি বেশি করে বিক্রি করা হয় এবং মানুষ যাতে সতর্ক হয় সেই চেষ্টাই করছে রাজ্য পুলিশ।