TRENDING:

Murshidabad: পরীক্ষা দিতে দেবে না স্বামী, অ্যাডমিট কার্ড! ফরাক্কার ছাত্রী যা করল, ঠিক যেন সিনেমা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফরাক্কা: পরীক্ষা দিতে দেবে না স্বামী, তাই সকাল থেকে ঘরে তালাবন্দি করে রেখেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুলতানা খাতুনকে। অ্যাডমিট কার্ড সহ পরীক্ষার সমস্ত কাগজপত্র ফেলে দেয় শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু হাল ছাড়েনি সুলতানা।
পুলিশের দ্বারস্থ হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী৷
পুলিশের দ্বারস্থ হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী৷
advertisement

সুযোগ বুঝে বাড়ি থেকে কোনওভাবে পালিয়ে ফরাক্কা থানার দ্বারস্থ হয় সুলতানা। অবশেষে ফরাক্কা থানার আইসি দেবব্ৰত চক্রবর্তীর তৎপরতায় সুলতানা খাতুনের শ্বশুরবাড়ির পাশে একটি বাগান থেকে অ্যাডমিট কার্ড উদ্ধার করে তাকে পৌঁছে দেওয়া হয় পরীক্ষার সেন্টার নিউ ফরাক্কা হাইস্কুলে। ফরাক্কা থানার বিন্দুগ্রাম এলাকার ঘটনা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার পরীক্ষা দিতে পেরে স্বস্তিতে সুলতানা।

advertisement

আরও পড়ুন: শিক্ষিকা হয়েছি ২০০৬ সালে, পড়ুয়াদের শুভেচ্ছাবার্তায় যা লিখলেন কাউন্সিলর, কেঁপে গেল গোটা বাংলা

ফরাক্কা থানার তিলডাঙ্গা হাইস্কুলের কলাবিভাগের ছাত্রী সুলতানা খাতুন। এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এক বছর আগে ফরাক্কার বিন্দুগ্রামের বাসিন্দা বান্টি শেখের সঙ্গে বিয়ে হয়। কেরলে পেশায় রাজমিস্ত্রির কাজ করে বান্টি শেখ । বেশ কিছুদিন ধরে বাড়িতেই রয়েছে সে। বিয়ের পর সুলতানা পড়াশোনা চালিয়ে যাক তা মেনে নিতে পারেনি শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু হাল না ছেড়ে স্কুলে না গিয়েও সবার অজান্তে পড়াশোনা চালিয়ে গিয়েছে সুলতানা।

advertisement

মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের প্রথম দিন বাপের বাড়ি থেকেই পরীক্ষা দিতে গিয়েছিল। শ্বশুরবাড়ির লোকেরা টের পাইনি। তবে বৃহস্পতিবার সকাল থেকেই শ্বশুরবাড়িতে শুরু হয় অশান্তি। তাকে একটি ঘরে তালাবন্দি করে চলে যায় স্বামী। যাতে সে পরীক্ষা দিতে যেতে না পারে। অ্যাডমিট কার্ড সহ পরীক্ষার সমস্ত কাগজপত্র বাড়ির পাশে আমবাগানে ফেলে দেয় শ্বশুরবাড়ির লোকেরা।

advertisement

কিন্তু ভয় না পেয়ে নিজে সাহস করে বাড়ির অন্য একটি দরজা দিয়ে পালিয়ে ফরাক্কা থানায় এসে পৌঁছয় সে। সমস্ত ঘটনা থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে জানায় ওই ছাত্রী। সঙ্গে সঙ্গে তার বাবা তহিদুল শেখকে খবর দেওয়া হয়। এর পরেই ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে আইসি হাজির হন শ্বশুরবাড়িতে। সেখানে শ্বশুরবাড়ির লোকেরা পুলিশ আসার খবর পেয়ে বেপাত্তা হয়ে যায়।

advertisement

আরও পড়ুন: বাড়িতে বাবার মৃতদেহ! উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে হলে পৌঁছলেন মেয়ে...

প্রতিবেশী এক যুবকের কাছ থেকে খবর পেয়ে আমবাগানে তল্লাশি শুরু করেন আইসি। সেখান থেকে সুলতানার ব্যাগ উদ্ধার হয়। ব্যাগের মধ্যে রাখা ছিল অ্যাডমিট কার্ড। যদিও ঘর তালা বন্ধ থাকায় স্কুল ড্রেস আর পরতে পারেনি সুলতানা। এর পরেই তাকে পৌঁছে দেওয়া হয় পরীক্ষার সেন্টার নিউ ফরাক্কা হাইস্কুলে।

সেরা ভিডিও

আরও দেখুন
এবার প্লাস্টিকের যুগ শেষ, বাজার কাঁপাচ্ছে মাটির বাসনপত্র! জেনে নিন দাম
আরও দেখুন

অবশেষে পুলিশের সহযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজি পরীক্ষা দিতে পেরে খুশি সুলতানা। সে বলে, 'আমি পড়াশোনা করতে চাই। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা আমাকে পরীক্ষা দিতে দেবে না বলে ঘরে তালা বন্দী করে রাখতে চেয়েছিল। তবে আমি ভয় না পেয়ে অন্য দরজা দিয়ে বাড়ি থেকে পালিয়ে আসি। পুলিশের সহযোগিতায় আমি পরীক্ষা দিতে পেরেছি। আমি খুব খুশি।'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: পরীক্ষা দিতে দেবে না স্বামী, অ্যাডমিট কার্ড! ফরাক্কার ছাত্রী যা করল, ঠিক যেন সিনেমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল