আগামী প্রায় দু’বছরের জন্য হাওড়া জেলা পরিষদ কার্যালয়ের ঠিকানা ইছাপুর জল ট্যাঙ্ক সংলগ্ন সম্মিলনী ভবন। পুরনো ভবনটি বহু প্রাচীন। সেটি ভেঙে নতুন ভবন নির্মাণ হলে পুনরায় স্থানান্তরিত হবে জেলা পরিষদ। পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ হয়ে কাজের উপযোগী করতে প্রায় দু’বছর সময় লাগবে বলে জানিয়েছেন হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য।
advertisement
আরও পড়ুনঃ রানিহাটি মোড়ে গায়ে কাঁটা দেওয়া ছবি,লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে পুলিশ কিয়স্ক, রক্তাক্ত ২ পুলিশ কর্মী
বুধবার ইছাপুর সম্মেলনী ভবনে হোম-যজ্ঞের মাধ্যমে হাওড়া জেলা পরিষদ কার্যালয় স্থানান্তরিত হয়। হাওড়া জেলা পরিষদের নতুন ঠিকানা, ৩০/১ ইছাপুর রোড সম্মেলনী ভবন। এবার থেকে নতুন জেলা পরিষদ অফিসে যাবতীয় কাজকর্ম বহাল থাকবে। এখন প্রশ্ন হল, এখানে কীভাবে যেতে হবে?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাঁতরাগাছি হয়ে বেলেপোল থেকে বাম দিকে শৈলেন মান্না সরণী হয়ে পৌঁছনো যাবে। এছাড়া হাওড়া-আমতা রোড ব্যবহার করে বালুটিকুরি দাসনগর হয়ে আরও সহজে জেলা পরিষদের নতুন ঠিকানায় পৌঁছতে পারবেন মানুষ।






