পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বছরের জানুয়ারি মাসে সাঁকরাইল এলাকা থেকে তিন জন যুবক মিলে একটি বাইক চুরি করে | চুরির বাইকটি হাসানের কাছেই রাখা ছিল ৷ কয়েক দিন পর সেই বাইক বিক্রি করে তিনজনের সেই টাকার ভাগ পাওয়ার কথা থাকলেও হাসান তার দুই সঙ্গী ইসরাফিল ও মুন্নাকে টাকা না দিয়েই পুরো টাকাই সে আত্মসাৎ করে নেয় |
advertisement
এরপর মুন্না ও ইসরাফিল দু’জন মিলে বদলা নেওয়ার জন্য পরিকল্পনা করে | সুযোগ বুঝে জানুয়ারি মাসের এক রাতে হাসানকে মদ খেতে ডাকে দুই সঙ্গী, এর পর তাকে গলা টিপে খুন করে সেই রাতে মাটি খুঁড়ে সেখানে পুঁতে দেয় | হাসানের পরিবার থানায় নিখোঁজের মামলা করে | তদন্তে নেমে পুলিশ জানতে পারে হাসানকে শেষ বারের মতো দেখা গিয়েছিল এই মুন্নার সঙ্গে | এর পর পুলিশ তদন্ত শুরু করে খড়গপুর থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে, জিজ্ঞাসাবাদে মুন্নার কাছে থেকে ইসরাফিলের খোঁজ পায় |
এর পর পুলিশ ইসরাফিলকে গ্রেফতার করে ৷ পুলিশের দাবি, হাসানকে খুন করে মাটিতে পুঁতে রাখার কথা জেরায় স্বীকার করে মুন্না ও ইসরাফিল | শুক্রবার বিকেলে দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে সাঁকরাইলের সারেঙ্গা এলাকার একটি ইটভাটার পাশ থেকে মাটি খুঁড়ে দেহাংশ উদ্ধার করে | উদ্ধার হওয়া দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ |
অভিযুক্ত মুন্না ও ইসরাফিলের দাবি, এর আগেও বেশ কয়েক বার তারা একসঙ্গে চুরি করলেও প্রতি বারই টাকা ভাগ করা হত ৷ কিন্তু তাদের দাবি, হাসান এই বাইক বিক্রি করে তাদের মিথ্যে কথা বলে এবং নিজেই পুরো টাকা নিয়ে নেয় | সেই কারণেই তাকে খুনের পরিকল্পনা করা হয় | ইতিমধ্যেই ধৃতদের হাওড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ | এদের বিরুদ্ধে প্রথমে অপহরণ মামলা থাকলেও এদের বিরুদ্ধে নতুন করে খুন ও দেহ লোপাটের মামলা রুজু করছে হাওড়া পুলিশ |
Debasish Chakraborty