আরও পড়ুন: জেলা জুড়ে বাড়ছে পার্থেনিয়াম, নির্মূল করতে তৎপর স্থানীয় যুবকরা
প্রকৃতি তথা জঙ্গলকে ভালোবেসে হাওড়া থেকে উত্তরবঙ্গে ছুটে যাওয়া ‘আমরা বাউন্ডুলের’। গত কয়েক বছর ধরে বন্যপ্রাণী এবং উত্তরবঙ্গের মানুষের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে এই সংস্থা| ‘মিশন গ্রীন হ্যান্ডশেক’ এর অন্তর্গত ‘সার্চ লাইট ডিস্ট্রিবিউশন ক্যাম্প’ ‘আমরা বাউন্ডুলের’| এই নিয়ে চতুর্থবার জঙ্গলে পাড়ি। এবার ৫৫টি সার্চলাইট নিয়ে পাড়ি এই দলের। এই লাইট টাওয়ার থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে থাকা বন্যপ্রাণীদের অনুসন্ধান করতে সাহায্য করবে, যার মাধ্যমে একদিকে চোরা শিকারীদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। অন্যদিকে বন্যপ্রাণীদের গতিবিধি গ্রামবাসীদের জানান যাবে| এতে করে বন্যপ্রাণী এবং গ্রামের মানুষ উভয়েই সুরক্ষিত থাকবে।
advertisement
আরও পড়ুন: তরবারি শয্যায় শয়ন! চৈত্রে নয়, জৈষ্ঠের সংক্রান্তিতে হয় এই ধর্মরাজের গাজন
এর আগে কখনও রেনকোট,কখনও শীতের পোশাক,আবার টর্চ লাইট থেকে নানা গুরুত্বপূর্ণ জিনিষ তুলে দেওয়া হয়েছে। মানুষ ও জন্তু জানোয়ারের মধ্যে সহাবস্থান বজায় রাখার চেষ্টা চালাতে তাঁদের এই প্রচেষ্টা বলে জানালেন আমরা বাউন্ডুলের সম্পাদক পলাশ দে। কয়েক দশক ধরে, ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ বন্যপ্রাণীর স্বাস্থ্য সুরক্ষা সহ পশু স্বাস্থ্যের উন্নতির জন্য প্রচেষ্টা চালিয়েছে। আমরা স্বীকার করি যে মানুষ, পশুপাখি এবং বাস্তুতন্ত্রের স্বাস্থ্য পরস্পর নির্ভরশীল। একজনকে রক্ষা করার জন্য, আমাদের তাদের সমানভাবে মূল্য দিতে হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি