TRENDING:

Howrah News: টানা বৃষ্টিই কাল! তিল, বাদাম সব নষ্ট! হাজার হাজার টাকা নষ্ট হলেও চিন্তা নেই এইসব চাষিদের

Last Updated:

Howrah News: টানা কয়েকদিনের বৃষ্টিতে দারুণ ক্ষতির মুখে জেলার চাষিরা! এবার ডিভিসির ছাড়া জলে উদয়নারায়নপুরের মানুষ রক্ষা পেলেও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি চাষের জমিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: টানা কয়েকদিনের বৃষ্টিতে দারুণ ক্ষতির মুখে জেলার চাষিরা! এবার ডিভিসির ছাড়া জলে উদয়নারায়নপুরের মানুষ রক্ষা পেলেও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি চাষের জমিতে। বাদাম ও তিল আদায়ের আগেই বৃষ্টিতে নষ্ট ফসল। দুর্যোগের আগে জমি থেকে ফসল তুলে আনার চেষ্টা করেও বৃথা। টানা বৃষ্টির আবহে তিল জমি থেকে তুলেও শুটি থেকে তিল পাওয়া যায়নি। বৃষ্টির জল গাছের গোড়ায় জমে বাদাম পচে নষ্ট হয়েছে। বড় ধাক্কা কৃষকদের, একটানা বৃষ্টিতে ভিজে পরিপক্ক তিল বাদামের বীজে অঙ্কুর জন্মে ফসল অবিক্রিত।
advertisement

আলুর চাষের পর হাওড়ার উদয়নারায়নপুর ব্লকের বিভিন্ন গ্রামে তিল ও বাদাম চাষ হয়ে থাকে। চাষের জমিতে বীজ ছড়ান থেকে কঠোর পরিশ্রম তিন মাস অপেক্ষা শেষে ফসল তোলার এই বৃষ্টি পাকা ধানে মই এর মত। স্থানীয় কৃষকদের কথায়, বিঘার পর বিঘা জমিতে ফসল নষ্ট। তিল ও বাদাম চাষে যে অর্থ লাগান হয়েছিল প্রায় পুরোটাই ক্ষতি। তবে যে সমস্ত কৃষক সরকারি বিমার আওতায় রয়েছেন তাদের কিছুটা স্বস্তি।

advertisement

আরও পড়ুন: পুলিশ মানেই কিন্তু সবাই সমান নয়! ইনারাও পুলিশ, তবে কাজকর্ম দেখলে স্যালুট না জানিয়ে থাকতে পারবেন না

এ প্রসঙ্গে স্থানীয় কৃষকরা জানান, সপ্তাহখানেকের বৃষ্টি তাতেই সব শেষ। মাথায় হাত জেলার বাদাম ও তিল চাষিদের। এবার প্রায় সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে তিল এবং বাদাম।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি লক্ষীকান্ত দাস জানান, কৃষকদের পাশে রয়েছে সরকার। বিভিন্নভাবে কৃষকদের সহযোগিতা। বর্ষা ছাড়াও সারা বছর বিভিন্ন উৎপাদিত ফসলে কৃষকদের ক্ষতি রুখতে সরকারিভাবে বিমা চালু রয়েছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন মানুষকে পরিষেবা প্রদান করে থাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: টানা বৃষ্টিই কাল! তিল, বাদাম সব নষ্ট! হাজার হাজার টাকা নষ্ট হলেও চিন্তা নেই এইসব চাষিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল