ধৃতের কাছে থেকে ৫ কেজি ১৩৫ গ্রাম সোনা উদ্ধার হয়। যার আনুমানিক বাজার ২ কোটি ৬১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। এছাড়াও ওই ব্যক্তির থেকে ৪৭ হাজার টাকা নগদ অর্থ উদ্ধার করেন আরপিএফ আধিকারিকরা। মোট ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকার মূল্যের সম্পদ উদ্ধার হয় ওই ব্যক্তির থেকে। রেল পুলিশের জেরার মুখে তাঁর থেকে উদ্ধার হওয়া সামগ্রীর কোনও অফিসিয়াল কাগজপত্রও ছিল না, পাশাপাশি সন্তোষজনক উত্তর না দিতে পাড়ায় তাকে গ্রেফতার করে হাওড়া আরপিএফের আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন - Raj Yog: শনিদেবের চলনে নিজের ত্রিকোণ রাশিতে, রাজযোগে মালামাল হবে চার রাশির জাতক-জাতিকারা
তাঁর বিরুদ্ধে আইন মোতাবেক মামলা রুজু করা হয়েছে বলেই আরপিএফ সূত্রে খবর। ধৃতকে জেরায় সেই ব্যক্তি কোথা থেকে এতো বড় মূল্যের সোনা আর নগদ টাকা নিয়েছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি কাকে দেওয়ার জন্য এই কোটি কোটি টাকার সামগ্রী নিয়ে যাচ্ছিল তাও জানার চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে আন্তঃরাজ্য অথবা আন্তর্জাতিক পাচার চক্র জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখছে রেল পুলিশের তদন্তকারী আধিকারিকরা।
Debashis Chakravarty