২০১৬তেই এই আবেদন করেন বাবুল সুপ্রিয় । ততকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু কিছু না করতে পারলেও, রেলের দায়িত্ব নিয়েই বাবুলের অনুরোধ মঞ্জুর করেন রেলমন্ত্রী পীযুশ গয়াল ।
advertisement
আরও পড়ুন বাংলার ভোটে গণতন্ত্রের হত্যা: মোদি
এবার থেকে দিল্লি যাত্রায় হাওড়া-রাজধানী এক্সপ্রেসে সাওয়ারের জন্য আর হাওড়ামুখী হতে হবে না আসানসোলবাসীকে ৷ তারা সরাসরি আসানসোল থেকে চড়তে পারবে রাজধানী এক্সপ্রেস ৷ বাবুলের আবেদনে সাড়া দেওয়ার জন্য পীযুশবাবুর কাছে তিনি যে কৃতজ্ঞ, সেটাও জানিয়েছেন আসানসোলের সাংসদ ৷ আসানসোলের মানুষের এতে বিশেষ সুবিধা হবে বলেই মতবাবুলের ৷
আরও পড়ুনবারাণসীতে উড়ালপুল ভেঙে ১৬ জনের মৃত্যু, ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা যোগী সরকারের
আপাতত আপ ও ডাউন রুটে হাওড়া-রাজধানী এক্সপ্রেসের হল্ট ধানবাদ, প্রশান্ত, গয়া, মোঘলসরাই, এলাহাবাদ ও কানুপর ৷ এবার থেকে এই স্টেশনগুলি ছাড়াও আসানসোলে থামতে চলেছে রাজধানী এক্সপ্রেস ৷ আসানসোল স্টেশনে থামবে রাজধানী, বাবুলের আবেদনে সাড়া রেলমন্ত্রী ৷