TRENDING:

Howrah News: এক কথায় অভিনব! নতুন প্রজন্মের পরিবেশের প্রতি ভালবাসা জাগিয়ে তুলতে ডাক অধিদফতরের বিশেষ উদ্যোগ

Last Updated:

প্রকৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে আরও বেশি দায়িত্ববান করে তুলতে ভারতীয় ডাক বিভাগ দু'দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: নতুন প্রজন্মর মধ্যে প্রকৃতি-প্রেম জাগাতে ভারতীয় ডাক বিভাগ এবং বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ। প্রকৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে আরও বেশি দায়িত্ববান করে তুলতে ভারতীয় ডাক বিভাগ দু’দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে। বন মহোৎসবকে সামনে রেখে চলবে স্ট্যাম্প প্রদর্শনী এবং বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা। এই প্রদর্শনীতে দেশে-বিদেশে ব্যবহৃত পুরনো পোস্ট বক্সের রেপ্লিকা রাখা হয়েছে।
advertisement

প্রতিদিন বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ বোটানিকাল গার্ডেনে হাজির হয়। প্রকৃতিকে বাঁচাতে প্রাকৃতিক এই সৌন্দর্যময় স্থান আদর্শ বলেই জানান ডাক বিভাগের কর্মকর্তারা।  ফিলাটেলি স্ট্যাম্প এক্সিবিশনের ভীষণভাবে আগ্রহ দেখায় ছাত্র-ছাত্রীদের একাংশ। ডাক-বিভাগের স্ট্যাম্পে থাকছে ঐতিহ্যবাহী বটগাছ, ফুল-সহ বিভিন্ন জিনিস যা ছাত্রছাত্রীদের আকৃষ্ট করছে। ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা এবং ছাত্র-ছাত্রীদের ফিলাটেলি অ্যাকাউন্ট-সহ ডাকবিভাগের বিস্তারিত তথ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এর লক্ষ্য।

advertisement

আরও পড়ুন– অ্যাকাউন্টে মাত্র ৫৫৬ টাকা, ফ্ল্যাটের বাইরে বোর্ড ঝুলিয়ে একদিনেই ৩.৭২ কোটি টাকা আয় ! হতবাক পুলিশও

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এ প্রসঙ্গে হাওড়া সার্কেল ডেপুটি পোস্ট মাস্টার মহাদেব মণ্ডল জানান, প্রকৃতি সম্পর্কে মানুষকে অবগত করা বিশেষ করে নতুন প্রজন্মের কাছে প্রকৃতি রক্ষা বিষয়ে সচেতন বার্তা তুলে দিতেই এই উদ্যোগ। হাজির ছিলেন, পোস্টমাস্টার জেনারেল রিজু গঙ্গোপাধ্যায় (সাউথ বেঙ্গল), বোটানিক্যাল গার্ডেন জয়েন্ট ডাইরেক্টর ডঃ দেবেন্দ্র সিং-সহ অন্যরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এক কথায় অভিনব! নতুন প্রজন্মের পরিবেশের প্রতি ভালবাসা জাগিয়ে তুলতে ডাক অধিদফতরের বিশেষ উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল