হাওড়া: নতুন প্রজন্মর মধ্যে প্রকৃতি-প্রেম জাগাতে ভারতীয় ডাক বিভাগ এবং বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ। প্রকৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে আরও বেশি দায়িত্ববান করে তুলতে ভারতীয় ডাক বিভাগ দু’দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে। বন মহোৎসবকে সামনে রেখে চলবে স্ট্যাম্প প্রদর্শনী এবং বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা। এই প্রদর্শনীতে দেশে-বিদেশে ব্যবহৃত পুরনো পোস্ট বক্সের রেপ্লিকা রাখা হয়েছে।
advertisement
প্রতিদিন বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ বোটানিকাল গার্ডেনে হাজির হয়। প্রকৃতিকে বাঁচাতে প্রাকৃতিক এই সৌন্দর্যময় স্থান আদর্শ বলেই জানান ডাক বিভাগের কর্মকর্তারা। ফিলাটেলি স্ট্যাম্প এক্সিবিশনের ভীষণভাবে আগ্রহ দেখায় ছাত্র-ছাত্রীদের একাংশ। ডাক-বিভাগের স্ট্যাম্পে থাকছে ঐতিহ্যবাহী বটগাছ, ফুল-সহ বিভিন্ন জিনিস যা ছাত্রছাত্রীদের আকৃষ্ট করছে। ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা এবং ছাত্র-ছাত্রীদের ফিলাটেলি অ্যাকাউন্ট-সহ ডাকবিভাগের বিস্তারিত তথ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এর লক্ষ্য।
এ প্রসঙ্গে হাওড়া সার্কেল ডেপুটি পোস্ট মাস্টার মহাদেব মণ্ডল জানান, প্রকৃতি সম্পর্কে মানুষকে অবগত করা বিশেষ করে নতুন প্রজন্মের কাছে প্রকৃতি রক্ষা বিষয়ে সচেতন বার্তা তুলে দিতেই এই উদ্যোগ। হাজির ছিলেন, পোস্টমাস্টার জেনারেল রিজু গঙ্গোপাধ্যায় (সাউথ বেঙ্গল), বোটানিক্যাল গার্ডেন জয়েন্ট ডাইরেক্টর ডঃ দেবেন্দ্র সিং-সহ অন্যরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷