বৃহস্পতিবার ধান জমি থেকে উদ্ধার হয়েছে এক প্রৌঢ়ের দেহ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, হাওড়া পাঁতিহালের ঢালীপাড়ার বাসিন্দা নবকুমার দাস (৬০) বুধবার থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে বুধবার রাতেই স্থানীয় জগৎবল্লভপুর থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার সকালে এলাকার একটি চাষের জমি থেকে নবকুমারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
অন্যান্য দিনের মতো বুধবার গৃহপালিত পশুর জন্য মাঠ থেকে ঘাস কেটে আনতে বেরিয়ে ছিলেন নবকুমার। তারপর ঘরে ফেরার সময় হলেও আর ঘরে ফেরেনি। এরপর সন্ধ্যা পেরিয়ে রাত, তিনি বাড়ি না ফিরে এলে পরিবারের তরফে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়। বহু খোঁজাখুঁজি চলে। অবশেষে বৃহস্পতিবার সকালে চাষের জমি থেকে দেহ মিলল নিখোঁজ ব্যক্তির।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতের পরিবারের অভিযোগ, যে চাষের ক্ষেত থেকে নবকুমারের দেহ উদ্ধার হয়েছে সম্ভবত সেখানেই ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তাঁর মৃত্যু হয়। সেই চাষের ক্ষেতে শূকরের অত্যাচার থেকে ফসল বাঁচাতে বিদ্যুতবাহী তার লাগান থাকে। কোনও ভাবে সেই বিদ্যুতবাহী তারের সংস্পর্শে এসেই নবকুমারের মৃত্যু হয়েছে বলেই অনুমান তাঁদের। ঘটনাস্থলে পৌঁছে জগৎবল্লভপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।