TRENDING:

Howrah News: খুদেদের জন্য পঞ্চায়েতের দারুণ উদ্যোগ, বাড়বে বিভিন্ন বিষয়ে আগ্রহ, খুশি ছোটরা

Last Updated:

শিশু বান্ধবগ্রাম! শিশুদের নিয়ে বিশেষ সভা, এই সভার আগাগোড়া শিশুদের চাওয়া পাওয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: শিশু বান্ধব গ্রাম! শিশুদের নিয়ে বিশেষ সভা। এই সভার আগাগোড়া শিশুদের চাওয়া পাওয়া। জানতে চাওয়া হল শিশুদের ইচ্ছা। এতে গ্রামের ছোট শিশুদের মধ্যে দারুণ উৎসাহ ধরা পড়ল। মূলত গ্রামের শিশুদের বিকাশ ঘটাতে এই উদ্যোগ। উলুবেড়িয়া ১ ব্লকের হাটগাছা ১ গ্রাম পঞ্চায়েত-এর উদ্যোগে ২০২৫- ২০২৬ বর্ষের উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের নিয়ে শিশু সুরক্ষা, শিশুর শারীরিক, মানসিক বিকাশের অনুকূল পরিবেশ পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই সভা বা সমবেত হওয়ার।
শিশুদের চাওয়া পাওয়াকে সামনে রেখে পঞ্চায়েতের বিশেষ উদ্যোগ
শিশুদের চাওয়া পাওয়াকে সামনে রেখে পঞ্চায়েতের বিশেষ উদ্যোগ
advertisement

এদিন হাটগাছা ১ অঞ্চলের নির্বাচিত ও প্রশাসনিক আধিকারিক বৃন্দের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় অনুষ্ঠিত হল ‘শিশু বান্ধব গ্রাম’ বিষয়ক আলোচনা সভা। শিশুদের আগ্রহ বাড়াতে একই সঙ্গে অনুষ্ঠিত হল নানা প্রতিযোগিতা। অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ই ছিল চোখে পড়ার মত। বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও আন্তরিকতা এবং উৎসাহের সঙ্গে শিশুদের অংশগ্রহণ দেখে আধিকারিক বৃন্দ খুবই প্রশংসা করেন।

advertisement

আরও পড়ুন: প্রফেশনাল বাইক রেসার হওয়ার শখ! এক মন্ত্রেই লুকিয়ে রয়েছে সাফল্যের চাবিকাঠি

আরও পড়ুন: কাঠি দিয়ে তৈরি হল হাওড়া ব্রিজ! দেখতে ভিড় জমাচ্ছেন গুচ্ছেক মানুষ

View More

গ্রাম পঞ্চায়তের পক্ষ থেকে এইরকম এক অভিনব উদ্যোগ দেখে শিক্ষক শিক্ষিকা, শিশুরাও খুবই উৎসাহ বোধ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, “আমাদের বিদ্যালয়ের শিশুরা দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার সমান্তরালে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পরিবেশ চর্চার মাধ্যমে বিদ্যালয়ের নাম বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক স্তরে সমাদৃত করেছে।যার ফল স্বরূপ আজকের এই কর্মসূচি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: খুদেদের জন্য পঞ্চায়েতের দারুণ উদ্যোগ, বাড়বে বিভিন্ন বিষয়ে আগ্রহ, খুশি ছোটরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল