TRENDING:

Howrah News: সাঁতরাগাছি ঝিলের চেনা ছবি উধাও! এই বছর নাও দেখা যেতে পারে পরিযায়ী পাখি, পক্ষীপ্রেমীদের জন্য খারাপ খবর

Last Updated:

Howrah News: নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু থেকেই পরিযায়ী পাখির দল সাঁতরাগাছি ঝিলে এসে বসত। সাইবেরিয়া, হিমালয় সহ বিভিন্ন স্থান থেকে আসা রঙবেরঙের দেশি-বিদেশি নানা ধরনের পাখি দেখা যেত। তবে এই বছর সেই চেনা ছবি উধাও। এবার পরিযায়ী পাখি নাও দেখা যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাঁতরাগাছি, রাকেশ মাইতিঃ ভোররাতে পরিযায়ী পাখিদের গুঞ্জন শোনা গেলেও সকালে দেখা যাচ্ছে না। সাঁতরাগাছি ঝিল পাড় থেকে হতাশ হয়ে ঘরে ফিরছেন পক্ষীপ্রেমীরা। ডিসেম্বরের শুরুতেও সাঁতরাগাছি ঝিলে পাখির দলের দেখা নেই। রীতিমতো হতাশ স্থানীয় মানুষ এবং দূরদূরান্ত থেকে আসা পক্ষীপ্রেমীরা।
advertisement

শীতের শুরু থেকে টানা ২-৩ মাস সাঁতরাগাছি ঝিল পাড়ে রীতিমতো মানুষের ঢল দেখা যায়। শনি-রবি এবং ছুটির দিনগুলিতে মেলার মতো মানুষের উপস্থিতি থাকে। আশেপাশের খাবার দোকানগুলিতে চোখে পড়ে ক্রেতাদের ঢল। ফলে ভাল ব্যবসা হয় তাঁদের। যদিও এই বছর সেই চেনা ছবি উধাও!

আরও পড়ুনঃ ছেলেকে ক্যান্সার কাড়লেও থামেনি লড়াই! জলদাপাড়ার একমাত্র মহিলা বন গাইড, অনুপ্রেরণার আরেক নাম আলোমতি

advertisement

নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু থেকেই পরিযায়ী পাখির দল সাঁতরাগাছি ঝিলে এসে বসত। রঙবেরঙের দেশি-বিদেশি নানা ধরনের পাখি দেখা যেত। সাইবেরিয়া, হিমালয় সহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাঁতরাগাছি ঝিলে এসে প্রতি বছর হাজির হত বহু পাখি। এখানে সাধারণত গ্যাওয়াল, পিন্টেল, জলপিপি, সরাল, কটন টিল, ফেরুজিনাস ডাক, লেজার হুইসলিং টিল, সুইনহো’স স্নাইপ, কম্ব ডাক পাখিগুলি দেখা যেত।

advertisement

View More

স্থানীয় মানুষের কথায়, দুর্গাপুজোর আগে থেকে ঝিল পরিষ্কারের কাজ শুরু হত। ঠান্ডার রেশ শুরু হলে ঝিলে ধীরে ধীরে পাখিরা এসে ভিড় জমাত। কিন্তু গত কয়েক বছর ঝিল সময়মতো পরিষ্কার না হওয়ায় সেইভাবে পরিযায়ী পাখি আসছে না। নভেম্বর পেরিয়ে ডিসেম্বর শুরু হওয়ার পর অল্প শ্রমিক লাগিয়ে সবে কাজ শুরু হয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের উইকেন্ডে ঘুরে আসুন টাকি,অনবদ্য এই কটেজ,জাস্ট ঘরে বসে রিল্যাক্স করলেই সব ক্লান্তি দূর
আরও দেখুন

এদিকে ঝিল অপরিষ্কার দেখে ভোররাতে আকাশ থেকেই ফিরে যাচ্ছে বহু পাখি। স্থানীয় মানুষজন ঘর থেকে পাখিদের ডাক ও পাখনা মেলার শব্দ পেলেও সকালে অপরিষ্কার ঝিলে পাখির দেখা মিলছে না। এলাকাবাসী মনে করছেন, যত দিনে ঝিল পরিষ্কারের কাজ শেষ হবে। ততদিনে পরিযায়ী পাখি আসার সময় শেষ হয়ে যাবে। তাই এবার হয়তো আর দেখা সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির দলের দেখা মিলবে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: সাঁতরাগাছি ঝিলের চেনা ছবি উধাও! এই বছর নাও দেখা যেতে পারে পরিযায়ী পাখি, পক্ষীপ্রেমীদের জন্য খারাপ খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল