বৃহস্পতিবার সকালে হাওড়ার বেনারস রোডে কোনা হাই স্কুলের সামনে ঘটেছে এমন সাংঘাতিক এক ঘটনা। হাই স্কুলের সামনে এক ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার এক সাইকেল চালককে ধাক্কা মারে দেন। যা নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। মেজাজ হারিয়ে সাইকেল চালক ওই ভ্যানচালককে চড় মারেন বলে অভিযোগ স্থানীয়দের। চড়ের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ভ্যানচালক।
advertisement
আরও পড়ুনঃ বছর শেষের রাতে খুন হন বেলুড়ের অজয়, ১০ বছর পর অভিযুক্তদের ‘যোগ্য’ সাজা শোনাল হাওড়া আদালত
তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসকরা ভ্যানচালককে মৃত বলে ঘোষণা করেন। এরপর অভিযুক্ত সাইকেল আরোহীকে পাকড়াও করে মারধর করেন এলাকার লোকজন। খবর পেয়ে দাসনগর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেজাজ হারিয়ে ভ্যানচালককে সপাটে চড়! মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু, হাওড়ায় চাঞ্চল্য