জানা গিয়েছে, ওই যুবকের নাম অশোক রায়। উলুবেড়িয়া নোনা গরুহাটা নিবাসী ওই যুবক নেশার ঘোরে বাড়ি থেকে কিছুটা দূরে পারিজাত এলাকায় একটি নারকেল গাছের মাথায় উঠে পড়ে। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই তাঁরা অশোককে গাছ থেকে নামতে বলেন। কিন্তু নেশায় আসক্ত ওই যুবক স্থানীয়দের কথায় কর্ণপাত করেননি।
আরও পড়ুনঃ স্বামীর মঙ্গল কামনায় নির্জলা উপোস! কীভাবে করতে হয় করবা চৌথ? এই ব্রতের মাহাত্ম্য, রীতিনীতি জানুন
advertisement
অশোক এলাকাবাসীর কথা না শোনায় উলুবেড়িয়া দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। তাঁকে নারকেল গাছ থেকে নামাতে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। দমকলের ঘণ্টাখানেকের চেষ্টায় ওই যুবককে নারকেল গাছ থেকে নামানো হয়।
জানা যাচ্ছে, এদিন নেশার ঘোরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন উলুবেড়িয়ার নোনা গরুহাটার বাসিন্দা অশোক। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে একটি নারকেল গাছের মাথায় উঠে পড়েন। স্থানীয়রা নামতে বললেও তিনি সেই কথা শোনেননি। শেষমেষ দমকলের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় তাঁকে নীচে নামানো হয়।