TRENDING:

Howrah News: জল জমার সমস্যা দূর করতে রাস্তা উঁচু! হাওড়ায় হিতে বিপরীত, আরও বড় আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা

Last Updated:

Howrah News: হাওড়া শহরে রাস্তায় জল জমাট সমস্যা দূর করতে প্রশাসনের পক্ষ থেকে রাস্তা উঁচু করার উদ্যোগ, কিন্তু শহরবাসী জানাচ্ছেন, জল জমা সমস্যা সমাধানে শুধু মাত্র রাস্তা উঁচু সমাধান নয়, রাস্তা উঁচু করার পাশাপাশি নিকাশি ব্যবস্থাও ঠিক রাখতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: হাওড়া পুরসভা এলাকায় বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়ে, সেই সমস্ত এলাকার রাস্তা এবার উঁচু করার উদ্যোগ নিয়েছে হাওড়া পুরসভা। হাওড়া বেলগাছিয়া বেনারস রোড এবং পঞ্চানন তলা রোডের মতো বেশ কিছু স্থানে রাস্তা উঁচু করার কাজ চলছে। হাওড়া পুরসভা এলাকায় গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তা যেগুলো বর্ষা এলেই জলমগ্ন হয়ে, মানুষ সমস্যায় পড়েন। জলমগ্ন রাস্তার উচ্চতা বৃদ্ধি করে, সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে হাওড়া পুরসভা। রাস্তা জলমগ্ন সমস্যা দূর হলেও এতে মানুষের ভোগান্তি কমছে না এমনটাই জানাচ্ছেন শহরের একাংশের মানুষ।
advertisement

হাওড়া শহরের বেশ কিছু এলাকা বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে, সমস্যা থাকে বেশ কিছু দিন। সেই সমস্ত এলাকা চিহ্নিত করে রাস্তা উঁচু করার কাজ শুরু হয়েছে। কয়েক বছর আগে সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন জগাছা স্টেশন রোড বা মহিয়ারী রোড উঁচু করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তায় জমা জলের সমস্যা দূর হলেও, পার্শ্ববর্তী ছোট রাস্তা নতুন করে জলজমা সমস্যা শুরু হয়েছে। মানুষের বাড়ির চৌকাঠ থাকে জমা জল, জলমগ্ন হয়ে পড়ছে এলাকা। এর ফলে বেশকিছু স্থানের সমস্যা আরও তীব্র থেকে তীব্র তর হয়েছে।

advertisement

আরও পড়ুন: ২৪ ঘন্টাতেই আবহাওয়ার খেলা শুরু ঝাড়গ্রামে, তরতড়িয়ে নামবে তাপমাত্রা! জাঁকিয়ে শীতের অপেক্ষায় অরণ্য সুন্দরী

View More

স্থানীয় মানুষ মনে করছেন, শুধুমাত্র রাস্তা উঁচু করে জমা জলের সমস্যা সমাধান সঠিক উপায় নয়। প্রকৃত সমস্যা সমাধানে রাস্তা উঁচু করার পাশাপাশি নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে হবে। তবেই মানুষের দুর্ভোগ কমবে। প্রকৃত নিয়ম মেনে নিকাশি ব্যবস্থা ঠিক রেখে রাস্তা উঁচু করা হোক। সেই দাবী জানিয়ে স্থানীয় নাগরিকবৃন্দের পক্ষ থেকে জগাছা থানা সংলগ্ন রাস্তার পার্শ্ববর্তীতে লাগান হয়েছে পোস্টার।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের কাজের প্রশংসা করেছিলেন প্রাক্তন রাজ্যপাল! বাড়িতেই মিউজিয়াম গড়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক
আরও দেখুন

সুজিত মিত্র কৃষ্ণপদ সাহাদের কথায়, জল জমার সমস্যা ছিল, রাস্তা উঁচুর ফলে নির্দিষ্ট স্থানে জলমুক্ত হলেও পার্শ্ববর্তী রাস্তাগুলিতে জল জমেছে। ফলে একাংশের মানুষের সুবিধা হলেও অন্য অংশের মানুষের অসুবিধা হচ্ছে। তাই প্রকৃত সমস্যা সমাধানে নিকাশি ব্যবস্থা ঠিক রাখা দরকার সবার আগে। তার পাশাপাশি রাস্তা উঁচু হোক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: জল জমার সমস্যা দূর করতে রাস্তা উঁচু! হাওড়ায় হিতে বিপরীত, আরও বড় আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল