হাওড়া শহরের বেশ কিছু এলাকা বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে, সমস্যা থাকে বেশ কিছু দিন। সেই সমস্ত এলাকা চিহ্নিত করে রাস্তা উঁচু করার কাজ শুরু হয়েছে। কয়েক বছর আগে সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন জগাছা স্টেশন রোড বা মহিয়ারী রোড উঁচু করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তায় জমা জলের সমস্যা দূর হলেও, পার্শ্ববর্তী ছোট রাস্তা নতুন করে জলজমা সমস্যা শুরু হয়েছে। মানুষের বাড়ির চৌকাঠ থাকে জমা জল, জলমগ্ন হয়ে পড়ছে এলাকা। এর ফলে বেশকিছু স্থানের সমস্যা আরও তীব্র থেকে তীব্র তর হয়েছে।
advertisement
স্থানীয় মানুষ মনে করছেন, শুধুমাত্র রাস্তা উঁচু করে জমা জলের সমস্যা সমাধান সঠিক উপায় নয়। প্রকৃত সমস্যা সমাধানে রাস্তা উঁচু করার পাশাপাশি নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে হবে। তবেই মানুষের দুর্ভোগ কমবে। প্রকৃত নিয়ম মেনে নিকাশি ব্যবস্থা ঠিক রেখে রাস্তা উঁচু করা হোক। সেই দাবী জানিয়ে স্থানীয় নাগরিকবৃন্দের পক্ষ থেকে জগাছা থানা সংলগ্ন রাস্তার পার্শ্ববর্তীতে লাগান হয়েছে পোস্টার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুজিত মিত্র কৃষ্ণপদ সাহাদের কথায়, জল জমার সমস্যা ছিল, রাস্তা উঁচুর ফলে নির্দিষ্ট স্থানে জলমুক্ত হলেও পার্শ্ববর্তী রাস্তাগুলিতে জল জমেছে। ফলে একাংশের মানুষের সুবিধা হলেও অন্য অংশের মানুষের অসুবিধা হচ্ছে। তাই প্রকৃত সমস্যা সমাধানে নিকাশি ব্যবস্থা ঠিক রাখা দরকার সবার আগে। তার পাশাপাশি রাস্তা উঁচু হোক।





