পুলিশ ও হ্যাম রেডিওর সহযোগিতায় পরিবারে ফিরছে তরুণী। সিঙ্গুর থানার পুলিশ মাস সাতেক আগে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে উদ্ধার করে শ্রীরামপুরে ওয়ালস হাসপাতালে ভর্তি করান। অ্যাসিস্ট্যান্ট সুপার বাসুদেব জোরদার তরুণীর বাড়ির সন্ধান করতে হ্যাম রেডিওর সাহায্য চান।
advertisement
হ্যাম রেডিওর সহযোগিতায় তরুণীর পরিবারের খোঁজ মেলে। তার বাড়ি নদিয়ার বিরোহীর হাটপাড়া গ্রামে আদিবাসী পরিবারে। মহিলার নাম লক্ষী মুর্মূ। হাতে রয়েছে শাঁখা পলা ,মানসিক ভারসাম্যহীন যুবতী বিবাহিত। কিন্তু স্বামীর কোনও পরিচয় মেলেনি। স্বামীর বিষয়ে জানতে চাইলে লক্ষ্মী কিছুই জানাতে পারেনি। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তাঁর স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে যায় বলেই অনুমান। তরুণীর বোন মায়া মুর্মু বিয়ে করে নিজের গ্রামেই থাকে, চাষবাস করে। বাবা নেই, মা পার্বতী মুর্মু মাঠে গরু ছাগল চরায়। পরিবারের পক্ষ থেকে জানা যায়, লক্ষ্মীর বিয়ে হয়নি। তবে তার হাতে শাঁখা-পলা কীভাবে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে লক্ষ্মী ঘরে ফিরবে এতেই আনন্দ ৪০ সাঁওতাল পরিবার থাকা ওই পাড়ায়।
দিদির নথি চাইতেই বোন বলে, সব কিছু নিয়ে গেছে দিদি, এখন তার কাছে কিছুই নেই। প্রতারিত আদিবাসী তরুণীকে বাড়ি ফেরাচ্ছে হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব।





