TRENDING:

Howrah News: পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া লক্ষ্মী ঘরে ফিরছে দীর্ঘ সময় পর, ফেরাল সেই হ্যাম রেডিও!

Last Updated:

Howrah News: মহিলার সঠিক পরিচয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও চালায় পুলিশ। মহিলাকে উদ্ধার করে চিকিৎসাও চলে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি, রাকেশ মাইতি: সর্বস্ব হারা মানসিক ভারসাম্যহীন তরুণী ঘরে ফিরল হ্যাম রেডিও-র সাহা‌য্যে! প্রায় সাত মাস আগে পুলিশ ভারসাম্যহীন ওই মহিলাকে উদ্ধার করে। মহিলার সঠিক পরিচয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও চালায় পুলিশ। মহিলাকে উদ্ধার করে চিকিৎসাও চলে।
advertisement

পুলিশ ও হ্যাম রেডিওর সহযোগিতায় পরিবারে ফিরছে তরুণী। সিঙ্গুর থানার পুলিশ মাস সাতেক আগে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে উদ্ধার করে শ্রীরামপুরে ওয়ালস হাসপাতালে ভর্তি করান। অ্যাসিস্ট্যান্ট সুপার বাসুদেব জোরদার তরুণীর বাড়ির সন্ধান করতে হ্যাম রেডিওর সাহায্য চান।

আরও পড়ুন: শেখ হাসিনাকে দেশে ফেরাতে বড় প্ল্যান ইউনূস সরকারের! ভরসা ইন্টারপোল, প্রসিকিউশন জানিয়ে দিলেন আগামীর ছক

advertisement

হ্যাম রেডিওর সহযোগিতায় তরুণীর পরিবারের খোঁজ মেলে। তার বাড়ি নদিয়ার বিরোহীর হাটপাড়া গ্রামে আদিবাসী পরিবারে। মহিলার নাম লক্ষী মুর্মূ। হাতে রয়েছে শাঁখা পলা ,মানসিক ভারসাম্যহীন যুবতী বিবাহিত। কিন্তু স্বামীর কোনও পরিচয় মেলেনি। স্বামীর বিষয়ে জানতে চাইলে লক্ষ্মী কিছুই জানাতে পারেনি। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তাঁর স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে যায় বলেই অনুমান। তরুণীর বোন মায়া মুর্মু বিয়ে করে নিজের গ্রামেই থাকে, চাষবাস করে। বাবা নেই, মা পার্বতী মুর্মু মাঠে গরু ছাগল চরায়। পরিবারের পক্ষ থেকে জানা ‌যায়, লক্ষ্মীর বিয়ে হয়নি। তবে তার হাতে  শাঁখা-পলা কীভাবে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে লক্ষ্মী ঘরে ফিরবে এতেই আনন্দ ৪০ সাঁওতাল পরিবার থাকা ওই পাড়ায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে চ্যাপ্টা থালার মতো জিল পিঠে, মুখে দিলেই পাবেন মাংসের স্বাদ!শীতে বাড়িতেই বানিয়ে খান
আরও দেখুন

দিদির নথি চাইতেই বোন বলে, সব কিছু নিয়ে গেছে দিদি, এখন তার কাছে কিছুই নেই। প্রতারিত আদিবাসী তরুণীকে বাড়ি ফেরাচ্ছে হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া লক্ষ্মী ঘরে ফিরছে দীর্ঘ সময় পর, ফেরাল সেই হ্যাম রেডিও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল