দাদু-ঠাকুমা মানেই নাতি-নাতনিদের কাছে এক মুঠো ভালোবাসা,আদর,আবদারের জায়গা। কিন্তু বর্তমান ব্যস্ত দুনিয়ায় বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের মধ্যে থেকে যান বহু বয়স্ক মানুষ, তাঁদের ভালবাসা থেকে বঞ্চিত হন নাতি-নাতনিরা। কিন্তু সময় এগলেও হাওড়ার ভট্টাচাৰ্য পরিবারে এখনও বটবৃক্ষের মতো রয়েছেন শান্তনু ভট্টাচাৰ্যর বৃদ্ধা মা। ছেলে, নাতি-নাতনিদের মধ্যে ভালবাসায় দিন কাটছে তাঁর। ঠাকুমাকে খানিক আনন্দ দিতে অভিনব উদ্যোগ নিল নাতি। ‘ফটোগ্রাফি এন্ড মাস কমিউনিকেশন’ নিয়ে স্নাতক পাশ করা এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়া নাতির মাথায় এল এক অন্যরকমের আইডিয়া। নিজের হাতে তোলা ছবি,পুরনো অ্যালবাম ঘেঁটে বার করা ছবি এবং নিত্যদিনের ঠাকুমার ব্যবহৃত জিনিস দিয়ে নিজের বাড়িতেই করলেন প্রদর্শনী। ছেলের এই অভিনব প্রদর্শনীতে সাধুবাদ জানিয়েছেন শান্তনু ভট্টাচাৰ্য |
advertisement
রাকেশ মাইতি