হাওড়া: পুড়িয়ে মারা হল পাঁচটি কুকুর ছানাকে। জগাছা থানার অন্তর্গত হাট পুকুর এলাকার ঘটনায় নিন্দার ঝড়। এলাকার একটি পরিত্যক্ত ঘরের মধ্যে একটু উষ্ণতার জন্য খড়ের মধ্যে শুয়ে থাকা পাঁচ পাঁচটি কুকুর ছানাকে পুড়িয়ে মারার অভিযোগ।
advertisement
ইতিমধ্যেই জগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পশুপ্রেমী সংগঠনের তরফে। মৃত কুকুর শাবকদের ময়না তদন্ত করা হয়েছে হাওড়ার পশু চিকিৎসালয়ে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে নির্মম হত্যাকান্ডের সঙ্গে যুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: ভুটভুটি লঞ্চে পাথরপ্রতিমা থেকে দিঘা, মাঝসমুদ্রে আটকে পড়ল পর্যটকদের দল! টান টান নাটক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে হাওড়া জগাছা থানার অন্তর্গত হাটপুকুর এলাকায় একটি পথকুকুর বেশ কয়েকটি বাচ্চার জন্ম দেয়। সেগুলি থাকছিল স্থানীয় ক্লাব সংলগ্ন এলাকায়।
অভিযোগ, শুক্রবার সেই পথকুকুরগুলিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ অভিযোগ তুলেছেন পশুপ্রেমীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পশুপ্রেমী সংগঠনের কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে। অগ্নিদগ্ধ কুকুর বাচ্চাগুলোর দেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
