কয়েক মাস আগে হাওড়ার গ্রামীণ এলাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার হাওড়ার শহর এলাকায় এই উদ্যোগ শুরু হল। হাওড়া জেলার তিনটি পুরসভা এলাকা- উলুবেড়িয়া, বালি এবং হাওড়া পুরসভায় এই প্রকল্প শুরু হয়েছে। এর ফলে সুস্থ থাকবেন মহিলারা, দাবি স্বাস্থ্য দফতরের কর্তাদের।
আরও পড়ুনঃ ভাত, মাছ আর…! পথকুকুরদের জন্য বিশেষ মেনু! খাওয়ানোর জায়গা, সময় নিয়েও বড় সিদ্ধান্তের পথে পুরসভা
advertisement
বাজারের তুলনায় অনেকখানি কম দামে জেলার মহিলাদের স্যানিটারি ন্যাপকিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা স্যানিটারি ন্যাপকিন তৈরি করছেন। তাঁদের তৈরি সামগ্রী জেলা স্বাস্থ্য দফতর হয়ে ব্লক স্বাস্থ্য দফতরে চলে আসে। পরে সেখান থেকে সাব-সেন্টারগুলিতে পৌঁছয়। স্বনির্ভর গোষ্ঠীর তৈরি ন্যাপকিনের দাম বাজারে অন্যান্য ন্যাপকিনের তুলনায় অনেকটাই কম। স্বল্পমূল্যের এই ন্যাপকিনের চাহিদাও ভাল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের এই প্রকল্প আগেই আমরা গ্রামে করেছিলাম। বর্তমানে গ্রাম ও শহর উভয় স্থানেই চলছে। এর মূল্য রাখা হয়েছে ৫ টাকা।