TRENDING:

Howrah news: বেহালার পর হাওড়া! ঘর থেকে উদ্ধার মা ও ছেলের রক্তাক্ত দেহ

Last Updated:

Howrah news: হাওড়াতে মা ও ছেলে কি দুজনেই আত্মঘাতী হয়েছেন নাকি মাকে খুন করে আত্মঘাতী হয়েছেন ছেলে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: বেহালার (Behala) মা ও ছেলের খুনের কিনারা এখনও হয়নি। তারই মধ্যে এবার হাওড়ার (Howrah news) এক বাড়িতে ঘর থেকে উদ্ধার মা ও ছেলের রক্তাক্ত দেহ। ঘটনাস্থলেই মা কৃষ্ণা হাইতের মৃত্যু হলেও জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ছেলে অভিষেককে। হাওড়া হাসপাতালে ভর্তি করলেও তার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় অভিষেকের।
advertisement

পুলিশ সূত্রে খবর, হাওড়া থানার অন্তর্গত ভৈরব বেড লেনের একটি বাড়ির দোতলায় থাকতেন মা ও ছেলে। ছেলের বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না। তাই অভিষেকের স্ত্রী এখানে থাকতেন না। অভিষেকের বৈদ্যুতিক সরঞ্জামের দোকান থাকলেও কয়েক মাস যাবৎ বাজারে অনেক দেনা হয়ে গিয়েছিল। সেই দেনা মেটানো নিয়ে বাড়িতে চলছিল অশান্তি। কৃষ্ণাদেবীর আত্মীয়া সোমা হাইতের দাবি, অভিষেক তাঁর স্ত্রীর থেকে গহনা চেয়েছিলেন। সেই গহনা বিক্রি করে দেনা মেটানোর কথা ভেবেছিলেন অভিষেক। কিন্তু তাঁর স্ত্রী রাজি হননি।

advertisement

আরও পড়ুন- বড় খবর! দেশের মধ্যে চতুর্থ স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়, কত নম্বরে যাদবপুর?

তাই নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকত। তাই অভিষেকের স্ত্রী বাপের বাড়ি চলে যান। সোমা দেবীর দাবি মা আর ছেলের মধ্যেও প্রায়ই অশান্তি লেগে থাকতো। আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই ঘরের ভিতর থেকে গোঙানোর আওয়াজ আসে। সোমাদেবী বলছেন, "ঘরে উঁকি মেরে দেখা যায় জেঠিমা (কৃষ্ণা দেবী ) উপুড় হয়ে পড়ে রয়েছে। মেঝেতে রক্ত ভেসে যাচ্ছে। এরপর দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়। দেখা যায় ভাই (অভিষেক) রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বিছানায়। দুইজনেরই হাতের শিরা কাটা ছিল। মেঝেতে পড়ে ছিল রক্ত মাখা ব্লেড।"

advertisement

আরও পড়ুন- ভিন রাজ্যে দুষ্কৃতীকে আশ্রয় দিচ্ছে পুলিশই? জট ছাড়াতে সিবিআই-এর সাহায্য চাইল কলকাতা পুলিশ

হাওড়া থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। মাকে খুন করেই কি অভিষেক আত্মঘাতী হয়েছেন নাকি মা ও ছেলে দুজনেই বেছে নিয়েছে আত্মহত্যার পথ? সেই উত্তর খুঁজতে ময়না তদন্তে পাঠানো হয়েছে দুজনের দেহ। একই সঙ্গে দুজনকে আত্মহত্যা করতে কেউ প্ররোচনা দিয়েছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেবাশিস চক্রবর্তী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah news: বেহালার পর হাওড়া! ঘর থেকে উদ্ধার মা ও ছেলের রক্তাক্ত দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল