বন্দে ভারতের স্টপেজ পায়নি জংশন স্টেশন বর্ধমান। তা নিয়ে অখুশি অনেকেই। দ্রুতগতির অত্যাধুনিক এই ট্রেনের স্টপেজ বর্ধমানে দেওয়ার জোরালো দাবি ছিল। ওই ট্রেনের স্টপেজ না মিললেও শতাব্দীর স্টপেজ ক্ষতে কিছুটা প্রলেপ বলে মনে করছেন যাত্রীরা।
বর্ধমান রেল স্টেশন ব্যবহারকারী যাত্রীরা বলছেন, রেল পূর্ব বর্ধমান সহ আশেপাশের জেলার বাসিন্দাদের জন্য খুব ভাল সিদ্ধান্ত নিয়েছে। সকালের দিকে কাঞ্চনজঙ্ঘার পর তেমন ট্রেন নেই। অতিরিক্ত টাকা খরচ করে অনেককেই উত্তরবঙ্গে যেতে হয়। সময়ও অনেক বেশি লাগে। শতাব্দী দাঁড়ালে যাত্রীরা তাড়াতাড়ি নিউ জলপাইগুড়ি পৌঁছে যেতে পারবেন। বন্দে ভারত দাঁড়ালে আরও বেশি সুবিধা হতো।
advertisement
আরও পড়ুন: 'আপনার মা মানে আমার মা', মোদিকে বললেন মমতা! গভীর শোকপ্রকাশ
রেলের এই সিদ্ধান্তে বর্ধমানের পাশাপাশি আসানসোল, দুর্গাপুর, আরামবাগ ও বাঁকুড়ার একাংশের বাসিন্দারাও উপকৃত হবেন। শতাব্দীর মতো ট্রেন স্টপেজ দিলে অনেকেই উপকৃত হবেন। এই সব এলাকার অনেকেই মাঝেমধ্যেই উত্তরবঙ্গে বেড়াতে যান। তাঁদের পক্ষে সুবিধা হবে।
আরও পড়ুন: নন্দীগ্রামে মাঝরাতে কে ইনি! টহলদারির সময় দেখল পুলিশ, মিলল একের পর এক জিনিস
রেলের দাবি, এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকরা উপকৃত হবেন। এখন অনেকেই উত্তরবঙ্গে বেড়াতে যান। শীত বা গ্রীষ্ম বছরের সব মরশুমেই পর্যটকরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছেন। শতাব্দী স্টপেজ দেওয়ায় অতিরিক্ত বেশকিছু যাত্রীর উত্তরবঙ্গে যাওয়ার সুযোগ মিলবে।