TRENDING:

Howrah New Jalpaiguri Shatabdi Express: বন্দে ভারত শুরুর দিনই হাওড়া-NJP শতাব্দী এক্সপ্রেস নিয়ে বিরাট খবর! ব্যাপক খুশি জনতা

Last Updated:

Howrah New Jalpaiguri Shatabdi Express: হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের স্টপেজ পেল বর্ধমান, খুশি রাঢ়বঙ্গের বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: শতাব্দী এক্সপ্রেসের স্টপেজ পেল বর্ধমান। বন্দে ভারত না দাঁড়ালেও দীর্ঘদিনের দাবিমতো এবার হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস দাঁড়াবে বর্ধমানে। রেল সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার থেকেই শতাব্দী এক্সপ্রেস বর্ধমানে দাঁড়াবে। রেল সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি যাওয়ার সময় ট্রেনটি ৩টে ২৭মিনিটে বর্ধমানে পৌঁছবে। ৩টে ২৯মিনিট নাগাদ ছেড়ে যাবে। হাওড়া ফেরার সময় ১২টা ১৬ মিনিটে বর্ধমান স্টেশনে ঢুকবে। ১২টা ১৮মিনিটে হাওড়ার উদ্দেশে রওনা দেবে। রেলের এই সিদ্ধান্তে বহু যাত্রী উপকৃত হবেন। রেলের এই ঘোষণায় খুশি বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ। সারা বছরই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বেড়াতে যেন অনেকে। তাদের অনেক উপকারে আসবে এই স্টপেজ।
বর্ধমানে থামবে শতাব্দী
বর্ধমানে থামবে শতাব্দী
advertisement

বন্দে ভারতের স্টপেজ পায়নি জংশন স্টেশন বর্ধমান। তা নিয়ে অখুশি অনেকেই। দ্রুতগতির অত্যাধুনিক এই ট্রেনের স্টপেজ বর্ধমানে দেওয়ার জোরালো দাবি ছিল। ওই ট্রেনের স্টপেজ না মিললেও শতাব্দীর স্টপেজ ক্ষতে কিছুটা প্রলেপ বলে মনে করছেন যাত্রীরা।

বর্ধমান রেল স্টেশন ব্যবহারকারী যাত্রীরা বলছেন, রেল পূর্ব বর্ধমান সহ আশেপাশের জেলার বাসিন্দাদের জন্য খুব ভাল সিদ্ধান্ত নিয়েছে। সকালের দিকে কাঞ্চনজঙ্ঘার পর তেমন ট্রেন নেই। অতিরিক্ত টাকা খরচ করে অনেককেই উত্তরবঙ্গে যেতে হয়। সময়ও অনেক বেশি লাগে। শতাব্দী দাঁড়ালে যাত্রীরা তাড়াতাড়ি নিউ জলপাইগুড়ি পৌঁছে যেতে পারবেন। বন্দে ভারত দাঁড়ালে আরও বেশি সুবিধা হতো।

advertisement

আরও পড়ুন: 'আপনার মা মানে আমার মা', মোদিকে বললেন মমতা! গভীর শোকপ্রকাশ

রেলের এই সিদ্ধান্তে বর্ধমানের পাশাপাশি আসানসোল, দুর্গাপুর, আরামবাগ ও বাঁকুড়ার একাংশের বাসিন্দারাও উপকৃত হবেন। শতাব্দীর মতো ট্রেন স্টপেজ দিলে অনেকেই উপকৃত হবেন। এই সব এলাকার অনেকেই মাঝেমধ্যেই উত্তরবঙ্গে বেড়াতে যান। তাঁদের পক্ষে সুবিধা হবে।

আরও পড়ুন: নন্দীগ্রামে মাঝরাতে কে ইনি! টহলদারির সময় দেখল পুলিশ, মিলল একের পর এক জিনিস

advertisement

রেলের দাবি, এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকরা উপকৃত হবেন। এখন অনেকেই উত্তরবঙ্গে বেড়াতে যান। শীত বা গ্রীষ্ম বছরের সব মরশুমেই পর্যটকরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছেন। শতাব্দী স্টপেজ দেওয়ায় অতিরিক্ত বেশকিছু যাত্রীর উত্তরবঙ্গে যাওয়ার সুযোগ মিলবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah New Jalpaiguri Shatabdi Express: বন্দে ভারত শুরুর দিনই হাওড়া-NJP শতাব্দী এক্সপ্রেস নিয়ে বিরাট খবর! ব্যাপক খুশি জনতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল