হাওড়া শহর এলাকায় বিভিন্ন সময় পানীয় জলের সমস্যা দেখা যায়। পদ্মপুকুর থেকে উত্তর হাওড়া জল সরবরাহে দূরত্বের কারণে নানা সমস্যা হয়। সেই সমস্যা মেটাতে উত্তর হাওড়ায় নতুন জল প্রকল্প তৈরি হচ্ছে। এর ফলে উত্তর হাওড়ার প্রায় ৫ লক্ষ মানুষের জল-কষ্ট দূর হবে।
advertisement
বর্তমানে উত্তর হাওড়ায় জোরকদমে জল প্রকল্পের কাজ চলছে। একইসঙ্গে হাওড়ার বিভিন্ন এলাকায় মানুষের বাড়িতে জল পৌঁছে দিতে পাইপলাইন মেরামতির কাজও হচ্ছে। এরই অঙ্গ হিসেবে জল সরবরাহ সাময়িক বন্ধ রাখা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী বৃহস্পতিবার তথা ১৮/১২/২০২৫ তারিখ দুপুর ১টা থেকে পরেরদিন তথা শুক্রবার, ১৯/১২/২০২৫ তারিখ ভোর ৫.৩০ মিনিট পর্যন্ত হাওড়া পুরনিগমের সমস্ত ওয়ার্ডে (১ থেকে ৫০) পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার সকাল ৬টা থেকে পুনরায় জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।






