বাজেট নিয়ে আলোচনার সময় অধিবেশন কক্ষেই ঘটল ধুন্ধুমার। এক সিপিএম কাউন্সিলরকে মারধরের অভিযোগ। বাজেট ভাষণ নিয়ে প্রথম বক্তব্য রাখতে ওঠেন ৩১ নং ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর আশরফ জাভেদ। তাকে বক্তব্য পেশে তৃণমূল কাউন্সিলররা বাধা দেন, মারধর করেন বলে অভিযোগ।
পরে তৃণমূল কাউন্সিলদের বক্তব্য পেশ করতে গেলে প্রতিবাদ জানাতে শুরু করেন আশরাফ। তৃণমূল কাউন্সিলদের সঙ্গে শুরু হয় হাতাহাতি।তাকে সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মেয়র রথীন চক্রবর্তী, চেয়ারম্যান অরবিন্দ গুহ।
advertisement
গত বছর বাজেট আলোচনার দিনও একইরকম হাতাহাতির ঘটনা ঘটেছিল হাওড়া পুরসভায়।রাজনৈতিকভাবেই বিষয়টির মোকাবিলা করতে চাইছে সিপিএম।যদিও এই ঘটনা বিরোধীদের নাটক বলেই উড়িয়ে দিয়েছে তৃণমূল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2017 11:38 AM IST