উল্লেখ্য, হাওড়ার পাশাপাশি আরেক পাশবিক ঘটনার সাক্ষী হল নদিয়া। টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মা কে খুন করল ছেলে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন ভাইয়ের বৌও। নদিয়ার চাকদা থানার বালিয়াডাঙ্গা যুবগোষ্ঠী সাহা পাড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম নির্মলা বিশ্বাস (৬০)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রত্যেক দিনই নেশার টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি করতেন সুকুমার বিশ্বাস নামে বছর ৩৮ এর ব্যক্তি। এর আগে ২০১১ সালে একই কারণে সুকুমার বিশ্বাস এনিজের বোনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়, তবে তিনি প্রাআণে বেঁচে যান।
advertisement
এরপর গতকাল, বৃহস্পতিবার বিকেলে নেশা করার জন্য টাকা চাওয়া নিয়ে পরিবারের সকলের সাথে গণ্ডগোল বাঁধে সুকুমারের। অশান্তি চরমে উঠলে ধারালো অস্ত্র দিয়ে মাকে এলোপাথাড়ি কোপ দেয় সুকুমার। বাধা দিতে গেলে সুকুমারের ভাইয়ের বৌও গুরুতর আহত হন। আহত দুজনকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নির্মলা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন ভাইয়ের বৌ দেবিকা বিশ্বাস। সুকুমার বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে।