TRENDING:

Howrah House Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির বারান্দা,হাওড়ার জগৎবল্লভপুরে মৃত ২

Last Updated:

বাড়ির মালিক বারান্দায় এসে দাঁড়াতেই ভেঙে পড়ল বারান্দা! ধ্বংসস্তূপে চাপা পড়লেন প্রতিবেশী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জগৎবল্লভপুর, হাওড়া: বাড়ির বারান্দা ভেঙে মৃত ২! গবাদি পশুর খাবার নিতে এসে বারান্দার ভেঙে পড়া অংশে চাপা পড়েন ব্যক্তি, অন্যদিকে একতলার বারান্দা ভেঙে নীচে পড়ে মৃত্যু বাড়ির মালিকের, একসঙ্গে দু’জনের প্রাণ গেল হাওড়ায়।
বাড়ির বারান্দা ভেঙে দুইজনের মৃত্যু মর্মান্তিক ঘটনা জগৎবল্লভপুরে
বাড়ির বারান্দা ভেঙে দুইজনের মৃত্যু মর্মান্তিক ঘটনা জগৎবল্লভপুরে
advertisement

শুক্রবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের নিজবালিয়া পালপাড়া এলাকায়। বল্লভপুর নিজবালিয়া গ্রামের বাসিন্দা নিরঞ্জন ঘোষ নিজের বাড়িতে শুয়ে ছিলেন। নীচ থেকে ডাক শুনে ঘর থেকে বারান্দায় এসে দাঁড়াতেই মর্মান্তিক ঘটনা। প্রতিবেশী এক ব্যক্তি গবাদি পশুর খাবার খড় নিতে এসেছিলেন। সেই ব্যক্তি বাড়ির নীচে দাঁড়িয়ে ছিলেন, বারান্দার উপরে নিরঞ্জন ঘোষ, ঠিক তার নীচে ওই ব্যক্তি। হঠাৎ হুড়মুড়িয়ে বারান্দা ভেঙে নীচে পড়ে। বারান্দা ভেঙে উপর থেকে নীচে পড়েন নিরঞ্জন ঘোষ, ভাঙা বারান্দায় চাপা পড়েন প্রতিবেশী ওই ব্যক্তি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে শীত জমে ক্ষীর, পাওয়া যাচ্ছে গরম গরম পাটিসাপটা! মাত্র ১৫ টাকাতেই 'দিলখুশ'
আরও দেখুন

বাড়ির অংশ ভেঙে পড়ায়, বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। ভেঙে পড়া বাড়ির অংশ থেকে দু’জনকে উদ্ধার করে স্থানীয় মানুষ। তাঁদের উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।  উদ্ধার করেও তাঁদের প্রাণ রক্ষা হয়নি, ঘটনায় দু’জনের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ দু’টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah House Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির বারান্দা,হাওড়ার জগৎবল্লভপুরে মৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল