বিস্ফোরণে রোশনের মুখ, হাত ও বুকে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অবস্থা উদ্বেগজনক, ধারাবাহিকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
advertisement
ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাটরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। সন্দেহজনক বস্তুটি কী ছিল তা খতিয়ে দেখছে বোমা স্কোয়াড। কোথা থেকে ওই বিস্ফোরকসদৃশ বস্তু এলাকায় এল, কারা ফেলে গেল—তা জানতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়দের দাবি, রাস্তার পাশে আবর্জনার স্তূপে বা ঝুপড়ির কোণে মাঝেমধ্যেই অচেনা বস্তু পড়ে থাকতে দেখা যায়। তদন্তকারীরা আপাতত সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখছেন।
ঘটনাস্থলের আশেপাশে আতঙ্ক ছড়িয়েছে। পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত করতে ফরেন্সিক পরীক্ষা করা হবে।
