TRENDING:

Howrah News: বল ভেবে খেলতে গিয়ে বিকট বিস্ফোরণ! হাওড়ার কদমতলায় গুরুতর আহত ৮ বছরের বালক

Last Updated:

Howrah News: কদমতলায় বল ভেবে বিস্ফোরক বস্তু নিয়ে খেলতে গিয়ে রোশন সিং গুরুতর আহত, এলাকায় চাঞ্চল্য। ব্যাটরা থানার পুলিশ ও বোমা স্কোয়াড তদন্তে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়ার ব্যাটরা থানার কদমতলায় তীব্র চাঞ্চল্য। বলের মতো দেখতে একটি বস্তু হাতে পেয়ে তা দিয়েই খেলছিল স্থানীয় বছর আটের রোশন সিং। পরিবার ও প্রতিবেশীদের দাবি, রোশন সেই বস্তুটিতে আগুন দিতেই সঙ্গে সঙ্গে প্রবল বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে রাস্তাজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে, ছিটকে দূরে গিয়ে পড়ে শিশুটি। ঘটনাস্থলেই চিৎকারে ভিড় জমে যায়।
বল ভেবে খেলতে গিয়ে বিকট বিস্ফোরণ! হাওড়ার কদমতলায় গুরুতপর আহত ৮ বছরের বালক Representative Image
বল ভেবে খেলতে গিয়ে বিকট বিস্ফোরণ! হাওড়ার কদমতলায় গুরুতপর আহত ৮ বছরের বালক Representative Image
advertisement

বিস্ফোরণে রোশনের মুখ, হাত ও বুকে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অবস্থা উদ্বেগজনক, ধারাবাহিকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চুল দ্রুত পেকে যাচ্ছে বা চুল পড়ছে? নাকে মাত্র দু’ ফোঁটা তেল দিলেই নাকি চুলের গোড়া শক্ত হবে, রংও গাঢ়! জানাল আয়ুর্বেদ

advertisement

ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাটরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। সন্দেহজনক বস্তুটি কী ছিল তা খতিয়ে দেখছে বোমা স্কোয়াড। কোথা থেকে ওই বিস্ফোরকসদৃশ বস্তু এলাকায় এল, কারা ফেলে গেল—তা জানতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়দের দাবি, রাস্তার পাশে আবর্জনার স্তূপে বা ঝুপড়ির কোণে মাঝেমধ্যেই অচেনা বস্তু পড়ে থাকতে দেখা যায়। তদন্তকারীরা আপাতত সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখছেন।

advertisement

ঘটনাস্থলের আশেপাশে আতঙ্ক ছড়িয়েছে। পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত করতে ফরেন্সিক পরীক্ষা করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শ্রমিক খোঁজার ঝামেলা নেই, ১ বিঘা জমির ধান কাটা-ঝাড়াই-বস্তাবন্দি ২০ মিনিটে! খরচ নামমাত্র
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বল ভেবে খেলতে গিয়ে বিকট বিস্ফোরণ! হাওড়ার কদমতলায় গুরুতর আহত ৮ বছরের বালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল