চুল দ্রুত পেকে যাচ্ছে বা চুল পড়ছে? নাকে মাত্র দু' ফোঁটা তেল দিলেই নাকি চুলের গোড়া শক্ত হবে, রংও গাঢ়! জানাল আয়ুর্বেদ
- Published by:Tias Banerjee
Last Updated:
স্ট্রেস, পুষ্টিহীনতা ও হরমোনের অসামঞ্জস্যে চুল পড়া ও অকালপক্কতা বাড়ছে। আয়ুর্বেদের Nasya Therapy, বিশেষত Anu Oil, চুলের গোড়া মজবুত ও ঘুম ভালো করতে সাহায্য করে।
অনেকেই এখন অল্প বয়স থেকেই চুল পড়া ও অকালপক্কতার সমস্যায় ভুগছেন। স্ট্রেস, পুষ্টির ঘাটতি, হরমোনের অসামঞ্জস্য—এসব মিলিয়েই চুল দুর্বল হয়ে পড়ে ও পেকে যায়। যদি আপনিও এমন সমস্যায় পড়েন, তবে আয়ুর্বেদের নস্য পদ্ধতি কাজে লাগতে পারে। এটি মস্তিষ্ককে শান্ত করে, স্ট্রেস কমায়, ফলে চুল পড়া নিয়ন্ত্রণে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অণু তেল (Anu Oil / Anu Taila / Anu Thailam) হল একটি প্রাচীন আয়ুর্বেদিক ভেষজ তেল, যা তিলের তেলের বেস ও ছাগলের দুধ দিয়ে প্রস্তুত করা হয়। এরপর বহু উপকারী ভেষজের কষ বা ডিকোশনের সঙ্গে এই তেল প্রক্রিয়াজাত করা হয়। কোন আয়ুর্বেদিক গ্রন্থ অথবা কোন প্রস্তুতকারকের রেসিপি অনুসরণ করা হচ্ছে তার ওপর নির্ভর করে ব্যবহৃত ভেষজের মিশ্রণে সামান্য তারতম্য থাকতে পারে।
advertisement
নস্য কীভাবে চুলের উপকার করে? নস্য থেরাপি মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ায়, ফলে চুলের গোড়া শক্ত হয়। অকালপক্কতা কমায়, স্বাভাবিক গাঢ় রং বজায় রাখতে সাহায্য করে। স্ট্রেস, পুষ্টির অভাব ও হরমোনের অসামঞ্জস্য—এসবের কারণে চুল পড়ে। নস্য মানসিক চাপ কমিয়ে চুল পড়া নিয়ন্ত্রণে আনে। উদ্বেগ ও অনিদ্রা কমিয়ে গভীর, নিশ্চিন্ত ঘুমে সাহায্য করে। নাসারন্ধ্র পরিষ্কার করে, সাইনাসের সমস্যা কমায়, মাথাব্যথা হ্রাস করে এবং ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়।
advertisement
