সকাল থেকে রাত পর্যন্ত পাঁচলার গঙ্গাধরপুরের চিকিৎসক প্রদীপ কোলের ক্লিনিকে অসংখ্য রোগী ভিড় করেন। রোগীরা বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর কাছে আসেন। দীর্ঘ প্রায় দু’দশকেরও বেশি সময় ধরে রোগীদের স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন এই ডাক্তারবাবু। গ্রামের মানুষের কাছে ভরসা হয়ে উঠেছেন তিনি। এমনকি রোদ-ঝড়-বৃষ্টির মধ্যেই কোনও রোগীর পরিবার থেকে ডাক এলে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যান। তাঁর দৌলতে মাত্র ৫০-১০০ টাকাতেই রোগ সারছে পাঁচলার মানুষের।
advertisement
আরও পড়ুন: নদী ও জলাশয় বাঁচাতে বিরাট পদক্ষেপ, পা মেলাল এই কলেজের পড়ুয়ারাও
গ্রামের দিনমজুর, কৃষক নিম্ন মধ্যবিত্ত রোগীদের আরও সুবিধা দিতে, গত প্রায় ১৬-১৭ বছর ধরে বাবা যোগেশ চন্দ্র কোলে’র মৃত্যু দিবস উপলক্ষ্যে অর্ধেক মূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন প্রদীপ কোলে। মা সন্ধ্যা কোলের মৃত্যুর দিনেও একইভাবে অর্ধেক মূল্যে পরিষেবা দিচ্ছেন গত প্রায় দু’বছর ধরে।
এমন উদ্যোগ প্রসঙ্গে ডাক্তার প্রদীপ কোলে জানান, বাবার কাছেই চিকিৎসায় হাতেখড়ি হয়। শৈশবে দেখতাম গ্রামের অসহায় মানুষের পাশে থেকে বাবা চিকিৎসা করেছেন। নিতেন মাত্র ৫-১০ টাকা। প্রায়ই দেখতাম যে রোগীর ওষুধ কেনার সামর্থ্য থাকত না নিজের পকেট থেকে টাকা দিয়ে তাঁদের ওষুধ কিনে দিতেন। বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাই এমন উদ্যোগ নিয়ে শুরু করেছেন।
রাকেশ মাইতি