আরও পড়ুন: টাকার ঝড় তুলতে পারে এই মাছ, ফেং শুই-তে সবচেয়ে ভাগ্যবান! বিদেশি আরওয়ানা মাছের দাম জানেন কি!
গ্রামের গুরুত্বপূর্ণ পথ, যে পথ হয়ে সাধারণ মানুষ স্কুল কলেজ ছাত্র-ছাত্রীর যাতায়াত। সেখান থেকেই বিষ গাছের দ্বারা ক্ষতি হতে পারে মানুষের। তা বুঝেই সাধারণ মানুষের স্বার্থে নিজেরাই গ্রামে পার্থেনিয়াম নিধনের দায়িত্বভার কাঁধে তুলে নিল কানুপাট শক্তি সংঘের একদল যুবক। প্রথম পর্যায়ে, প্রায় ২০ থেকে ২৫ জন যুবক পার্থেনিয়াম নিধনে পথে নেমেছে। প্রায় দিন ১৫ আগে বিষ গাছে স্প্রে করা হয়, এরপর সেগুলি কেটে আগুনে পুড়িয়ে নষ্ট করে কানপুর শক্তি সংঘের সদস্যরা। এ প্রসঙ্গে উদ্যোক্তা ক্লাব সভাপতি গৌর কোলে জানান, এই প্রতিষ্ঠান সারা বছর সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে। এই দিক থেকে সাধারণ মানুষের স্বার্থে এই উদ্যোগ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যেভাবে দ্রুত গতিতে এই বিষ গাছ বা পার্থেনিয়ামের বংশবৃদ্ধি হচ্ছে। তাতে আগামী দিনে এ থেকে সমস্যা মারাত্মক হতে পারে। তাই ব্যক্তিগত বা বিভিন্ন প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ হয়ে, এই কাজে সকলের এগিয়ে আসা উচিত।
রাকেশ মাইতি