TRENDING:

Howrah Bridge: শুরু হবে মেরামতির কাজ, আজ রাত থেকে টানা যান নিয়ন্ত্রণ হাওড়া ব্রিজে

Last Updated:

এতদিনের যান চলাচল আংশিক বন্ধ রেখে হাওড়া ব্রিজের উপরে কাজ সাম্প্রতিক সময়ে হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: মেরামতি কাজের জন্য শুক্রবার রাত থেকে বন্ধ রাখা হবে হাওড়া ব্রিজের একাংশ। শুক্রবার রাত ১০টা থেকে সেতুতে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে৷ তবে গোটা সেতু বন্ধ রাখা হবে না। সেতুর উপরে একদিকের লেনের ২০০ মিটার বন্ধ রেখে মেরামতির কাজ করা হবে।
হাওড়া ব্রিজে শুরু হবে মেরামতি কাজ৷
হাওড়া ব্রিজে শুরু হবে মেরামতি কাজ৷
advertisement

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার সূর্যপ্রতাপ যাদব জানিয়েছেন, ‘শুক্রবার রাত দশটা থেকে আগামী ২৭ দিন মেরামতির কাজের জন্য রাতে ২০০ মিটার করে জায়গা বন্ধ রাখা হবে। গাড়ি দু’দিক দিয়েই চলবে এবং এর জন্য যান চলাচলে কোনও সমস্যা হবে না। রাতের দিকে হাওড়া ব্রিজের উপর যান চলাচল অনেকটাই কম থাকে, সেই কারণেই পুরো ব্রিজ বন্ধ না করে একাংশ সচল রেখেই চলবে মেরামতির কাজ চলবে৷ এই পুরো প্রক্রিয়াটি পুলিশ ট্রায়াল দিয়ে দেখে নিয়েছে বলে দাবি করেছেন পুলিশ ও পোর্ট ট্রাস্টের আধিকারিকরা৷

advertisement

রও পড়ুন: ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, শিক্ষকদের ভবিষ্যৎ কী? মুখ খুললেন পর্ষদ সভাপতি

একই সঙ্গে ব্রিজ সংলগ্ন স্ট্র্যান্ড রোড দিয়েও গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করবে বলে জানানো হয়েছে৷ দেশের এই অন্যতম গুরুত্বপূর্ণ সেতুটি হাওড়ার সঙ্গে কলকাতার যোগাযোগের মাধ্যম। সকাল থেকে রাত পর্যন্ত কয়েক হাজার গাড়ি এই সেতু দিয়ে কলকাতায় ঢোকে বা কলকাতা থেকে শহরতলির দিকে যায়। প্রয়োজনীয় মেরামতির কাজ সেরে ফের সেতুটির গোটা অংশেই পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

advertisement

এতদিনের যান চলাচল আংশিক বন্ধ রেখে হাওড়া ব্রিজের উপরে কাজ সাম্প্রতিক সময়ে হয়নি৷ এর আগে দ্বিতীয় হুগলি সেতুর মেরামতির কাজের নির্দেশিকা দিয়েও কাজ শুরু করা যায়নি৷  তবে হাওড়া ব্রিজের পরিকাঠামো ও রাস্তা মেরামতির কাজেরপ্রয়োজন বলে দাবি ইঞ্জিনিয়ারদের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঝুড়ি ভরা মাছ, ঠোঁটে বাঁশি! রাঙাপানি বাজারে অন্যরকম ছবি, দেখেই দাঁড়িয়ে পড়েন অনেকেই
আরও দেখুন

কলকাতা পোর্ট ট্রাস্ট, কলকাতা পুলিশ ও হাওড়া সিটি পুলিশের সর্বসম্মতিতে এই কাজ করা হচ্ছে৷  ২৭ দিন কাজের সময়সীমা নেওয়া হলেও যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হবে, কাজ দ্রুত শেষ হলে দরকারে আগেই পুরোপুরি খুলে দেওয়া হবে ব্রিজ |

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Bridge: শুরু হবে মেরামতির কাজ, আজ রাত থেকে টানা যান নিয়ন্ত্রণ হাওড়া ব্রিজে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল