অঙ্ক পরীক্ষা দেওয়ার আগে শিক্ষকের পরামর্শ, প্রশ্নপত্র ভালোভবে খুঁটিয়ে পড়তে হবে। এরপর নির্দিষ্ট প্রশ্নপত্র অনুযায়ী উত্তর লিখলে অনায়াসে ১০০-য় ১০০ পাওয়া যাবে। মাধ্যমিক দেওয়ার পর ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। তবে সেই পরীক্ষায় ভয় না পেয়ে প্রশ্নপত্র দেখে উত্তর লেখার পরামর্শ দিয়েছেন শিক্ষক।
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকে বেশ কয়েকটি চ্যাপ্টার থেকে প্রায় ৩১ নম্বরের প্রশ্ন আসে। তার মধ্যে যেমন ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, এলপিপি, ইন্টিগ্রেশন-সহ একাধিক অধ্যায় রয়েছে। সেক্ষেত্রে এই অধ্যায়গুলো ভাল ভাবে অনুশীলন করলে অনায়াসে প্রায় পঞ্চাশ শতাংশ নম্বর পাওয়া যাবে। শুধু তাই নয় মাত্র পাঁচটি অধ্যায় থেকে পাওয়া যাবে এই নম্বর।
advertisement
এছাড়াও ম্যাট্রিক্স কিংবা বেশ কিছু অংকের শর্ট মেথড থাকে। পরীক্ষার খাতায় বেশ কিছু নিয়ম মেনে এবং সচেতনভবে উত্তর লিখলে অঙ্ক পরীক্ষায় ভাল নম্বর পাওয়া যাবে।
রঞ্জন চন্দ