অরিজিৎ সিং জিয়াগঞ্জের মাটিতে ২৫ এপ্রিল ১৯৮৭ জন্মগ্রহণ করেণ। অরিজিতের ডাক নাম সুমু। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুলের প্রতিযোগী ছিলেন। অরিজিৎ হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতে সমান জনপ্রিয়। টলিউড বাংলা ছবিতে তাঁর গাওয়া অসংখ্য হিট গান রয়েছে। সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীত-জগতে তিনি তাঁর যাত্রা শুরু করেন। তবে জন্মদিনে তিনি ঘটা করে কোনও দিন পালন করেণ না। ইচ্ছাও প্রকাশ করেন না। বরাবার প্রচারের অন্তরালে থাকতে ভালবাসেন অরিজিৎ।
advertisement
অরিজিৎ মুর্শিদাবাদের ঘরের ছেলে। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে তাঁর বড় হয়ে ওঠা। রাজা বিজয় সিং স্কুলে কেটেছে তার ছোট বেলা। মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের গানের জন্যেই ভুবন জোড়া নাম। সঙ্গীত জীবনের চর্চার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত। সমাজ কল্যাণের ব্রত নিয়েই নিজের খরচে বিভিন্ন জনহিতকর কাজেই নিয়োজিত রয়েছেন তিনি। তবে তার জন্মদিনে তার অনুগামীরা সেই ভাবে কিছু কর্মকাণ্ড না হলেও বরাবর প্রচারের আড়ালেই থাকতে ভালবাসেন তিনি।
যদিও অরিজিতের কক্কর সিং জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই কাটবে আজকের দিন। কোনও বিশেষ মূহুর্ত নেই। অন্যদিকে, আগামী ২৭এপ্রিল চেন্নাইয়ে শো বাতিল করেছেন অরিজিৎ। কাশ্মীরের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে কনসার্ট বাতিল করেছেন। আগামী ২৭ এপ্রিল চেন্নাইয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পহেলগাঁও-র দুর্ভাগ্যজনক ঘটনার জেরে, আয়োজক ও শিল্পী যৌথ ভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। অরিজিতের ইনস্টা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে একথা জানানো হয়।
আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, “একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে, আয়োজক ও শিল্পী যৌথ ভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৭ এপ্রিল, অর্থাৎ রবিবার চেন্নাইয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।” যাঁরা এই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাঁদের সকলকে পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে আয়োজকদের তরফে। দর্শকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।
কৌশিক অধিকারী