ঘটনা জানাজানি হতেই আশপাশের এলাকা থেকে প্রচুর লোকজন জড়ো হয়ে যান যুবকের বাড়ির সামনে। খবর পেয়ে ময়না থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। গৃহবধূ এবং তাঁর প্রেমিককে থানায় নিয়ে যায় পুলিশ। দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসে মিটমাট করে তাদের বাড়ি পাঠিয়ে দেন ময়না থানার পুলিশ। ওসি গোপাল পাঠক বলেন, দু’পক্ষকে বুঝিয়ে আপাতত বাড়ি পাঠানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: ঘরে পড়ে মায়ের রক্তাক্ত দেহ, বাড়ি ফিরে দেখল ছেলে! রায়গঞ্জে গৃহবধূ খুনে পরিচিতকেই সন্দেহ
জানা গিয়েছে, ময়না থানার পরমানন্দপুর গ্রামের ওই যুবতীর তিন বছর আগে পিংলা থানার নারাঙ্গাদিঘি গ্রামে বিয়ে হয়। স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। ওই যুবতীর দু’বছরের একটি ছেলে আছে। মাস ছ’য়েক আগে ফেসবুকের মাধ্যমে ওই যুবতীর সঙ্গে ময়না থানার রামচক গ্রামের এক যুবকের পরিচয় হয়। ওই যুবক অবিবাহিত৷ যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন যুবতী।
আরও পড়ুন: পার্টির শেষে তরুণীকে গণধর্ষণ রাজারহাটের নামী রিসর্টে! পুলিশের জালে চার অভিযুক্ত
সম্প্রতি ওই যুবক গৃহবধূর সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করতেই ফোনে হুমকি দিয়ে শুক্রবার সোজা তাঁর বাড়ির সামনে হাজির হয়ে ধরনায় বসেন বধূ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ নিজেকে গর্ভবতী দাবি করে প্রেমিককে বিয়ে করার জন্য চাপ দেন। প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কের জেরেই তিনি সন্তানসম্ভবা বলে স্থানীয়দের তিনি জানান।
যুবতী অন্তঃসত্ত্বা কিনা তা যাচাই করতে ময়না থানার পুলিশ গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
