TRENDING:

গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা গৃহবধূর ! স্বামীকে আটক করেছে পুলিশ !

Last Updated:

তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলঙ্গি: গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর মৃত ব্যক্তির নাম ভারতী ঘোষ। ঘটনাটি ঘটেছে  শনিবার  মুর্শিদাবাদের  জলঙ্গি থানার  জয়কৃষ্ণপুর এলাকায় এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন ধরে  পারিবারিক অশান্তি লেগে ছিল। শনিবার বাথরুমে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেন ভারতী ঘোষ। দুই মেয়ে এক ছেলে, স্বামীকে নিয়ে পরিবার। যদিও দুই মেয়ের বিবাহ  হয়ে গিয়েছে ।
advertisement

যদিও ঘটনা সময় বাড়ির বাইরে ছিলেন স্বামী জটু ঘোষ ও ছেলে। জলঙ্গী থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেl ময়না তদন্তের জন্য পাঠায় বডি। ইতিমধ্য মৃতার স্বামী জটু ঘোষকে আটক করেছে পুলিশ।কেন এই আত্মহত্যা তদন্ত শুরু  করেছে জলঙ্গি থানার পুলিশ। একে করোনা পরিস্থিতি। সব জায়গায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তবে এসব কিছুর মধ্যেও থেমে থাকছে না এই সব ঘটনা। করোনার জন্য মানুষের মানসিক অবস্থারও অবনতি ঘটছে। আত্মহত্যার ঘটনাও বেশি চোখে পড়ছে। তবে এই মহিলার মৃত্যুর পিছনে করোনার জন্য কোনও অবসাদ ছিল না। স্বামী সংসার নিয়ে বহুদিন ধরেই ঝামেলা হত তাঁদের। বিশেষ করে স্বামীর সঙ্গেই ঝামেলা হত। অবশেষে এই পথ বেছে নেন তিনি। কিন্তু বাসিন্দারা কেউই এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মানতে পারছেন না। তবে তদন্ত না হলে জানা যাবে না এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

PRANAB KUMAR BANERJEE

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা গৃহবধূর ! স্বামীকে আটক করেছে পুলিশ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল