যদিও ঘটনা সময় বাড়ির বাইরে ছিলেন স্বামী জটু ঘোষ ও ছেলে। জলঙ্গী থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেl ময়না তদন্তের জন্য পাঠায় বডি। ইতিমধ্য মৃতার স্বামী জটু ঘোষকে আটক করেছে পুলিশ।কেন এই আত্মহত্যা তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। একে করোনা পরিস্থিতি। সব জায়গায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তবে এসব কিছুর মধ্যেও থেমে থাকছে না এই সব ঘটনা। করোনার জন্য মানুষের মানসিক অবস্থারও অবনতি ঘটছে। আত্মহত্যার ঘটনাও বেশি চোখে পড়ছে। তবে এই মহিলার মৃত্যুর পিছনে করোনার জন্য কোনও অবসাদ ছিল না। স্বামী সংসার নিয়ে বহুদিন ধরেই ঝামেলা হত তাঁদের। বিশেষ করে স্বামীর সঙ্গেই ঝামেলা হত। অবশেষে এই পথ বেছে নেন তিনি। কিন্তু বাসিন্দারা কেউই এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মানতে পারছেন না। তবে তদন্ত না হলে জানা যাবে না এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন !
advertisement
PRANAB KUMAR BANERJEE